আজাইরা লেখা পড়ার কোনো মানে হয় না
Name : Indigènes
Country : France
Speaking Language : French, Arabic
Text Language : English
Director : Rachid Bouchareb
Script: Rachid Bouchareb Olivier Lorelle
Running Time: 2:08
Year: 2006
IMDb Rating : 7.2/10
ছবিটি শুরু হয় ১৯৪৩ সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে। বাকি সব দেশপ্রেমিক মানুষ এর মতো সাইদ ও যুদ্ধে যায় ফ্রান্সকে জার্মানদের থেকে মুক্ত করতে। সবকিছুই ঠিক থাকে শুধু একটা জিনিষ ছাড়া আর সেটা হলো সাইদ মুসলমান আর আলজেরিয়ার অধিবাসি।
তার সাথে একই সাথে যুদ্ধে যোগদান করে আব্দুল কাদের, মাসুদ সুনি, ইয়াসির আর তার ভাই লারবি। সবার নিজস্ব উদ্দেশ্য থাকে যুদ্ধে আসার।
যেমন আব্দুল কাদেরের লক্ষ্য সেনাবাহিনীতে নিজের অবস্থান করা,ইয়াসির এর লক্ষ্য ভাইয়ের বিয়ের জন্য টাকা যোগার করা।
যুদ্ধ শুরু হবার পরে দেখা যায় সকল কাজে মুসলমানদের বঞ্চিত করা হচ্ছে। যেখানে সকল সৈন্য সমান সেখানে আলজেরিয়ানরা সর্বক্ষেত্রে বঞ্ছিত হয়। সেনাবাহিনীতে পদমর্যাদা, খাবার, ছুটি, চিঠি সবকিছুতেই ফ্রেঞ্চদের সুবিধা দেয়া হয়। মুসলমানরা শুধু নাৎসিদের বিরুদ্ধে নয় ফ্রেঞ্চ বর্ণবাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে।
মিথ্যা প্রলোভন দেখিয়ে বিপদজনক মিশনে পাঠানো হয় মুসলিমদের কিন্তু লক্ষ্য পূরণ হবার পরে সেনাবাহিনীর কর্ণেল তাদের সাথে দেখা করতেও চান না।
ছবির শেষ অংশ SAVING PRIVATE RYAN থেকে নেয়া হলেও ছবিতে অন্য যুদ্ধ মুভির মতোই পাযল রেখে গেছে। সবমিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের বর্ণবাদ ছবিটির প্রধান বিষয়।
Download Link : Indigènes (2006)
আমার লেখা প্রথম মুভি রিভিউ। জানি না কেমন হইলো।
খারাপ হইলে গালি দিয়েন না আবার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।