শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
মানববন্ধনের পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহত চবি হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ’র পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের এক সদস্যকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ার দাবি জানায়।
সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িত পরিবহন শ্রমিকদের বিচার, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সব অ্যাম্বুল্যান্স সচল, চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
গত মঙ্গলবার দুপুরে চবি রেলস্টেশন এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী আহমদ ফজলু মাওলা শুভ ও মো. মারুফ নামে এক শিশুর মৃত্যু হয়।
অন্যদিকে, একই সমাবেশে চবি ক্যাম্পাসে ছাত্রী যৌন হয়রানির অভিযোগে মো. মাসুম ওরফে মুন রোজারিকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান শিক্ষার্থীরা।
গত সোমবার রাতে সিএনজি অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।