বিদ্যুতের লোডশেডিং চরমে পৌঁছেছে । সরকার যেইমাত্র ডেলাইট সেভিং বাতিলের ঘোষণা দিল আর ওমনি লোডশেডিং এর ধরণ গেল পাল্টে। যেটা ছিল একটি সহনীয় পর্যায়ে মুহূর্তে সেটা চলে গেল অসহনীয় মাত্রায়। বিদ্যূৎ বিভাগ গত ২২ শে মার্চ লোডশেডিং এর জন্য দায়ী করে বড়পুকুরিয়ার বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক গোলযোগ কে।
কালকের লোডশেডিং এর জন্য বিদ্যূত বিভাগ দায়ী করে আশুগঞ্জের তাপ বিদ্যূৎকেন্দ্রের অগ্নিকাণ্ডের ঘটনাকে।
এসব ঘটনা যে অন্তর্ঘাতমূলক নয় তা কি নিশ্চিত? শীতকালে পুরটা সময় ধরে বিদ্যূত কেন্দ্র গুলোর সার্ভিসিং এর কাজ চলে মানে মেরামতের কাজ চলে। এতকিছু করার পরও হঠাৎ করে কি কারণে বসে যাচ্ছে বিদ্যূৎ কেন্দ্র গুলো তার জন্য কি এসব বিদ্যূৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠানের কি কোনো দায়বদ্ধতা নেই?
যেসব প্রতিষ্ঠান এসব বিদূৎ কেন্দ্র বানিয়েছে তাদের কে ডেকে এনে বিষয়টির তদন্ত করা হোক। আমি নিশ্চিত বিদ্যূত বিভাগের সাথে জড়িত ওই অসৎ চক্রটির মুখোশ উন্মোচিত হয়ে যাবে।
পিডিবি,ডিপিডিসি মত সংস্থা গুলো বিদ্যূতের উৎপাদন ও বিতরনের সাথে জড়িত বলে সরকারকে অনেকটা নিরুপায় হয়ে অসহায়ের মত তাদের মন যুগিয়ে চলতে হয়। যার ফলে এসব দূনীর্তিবাজ বিভাগের হর্তাকর্তাদের অঙ্গুলি নির্দেশে বিদূৎ সংকট যাচ্ছেতাই অবস্থায় পর্যাবসিত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।