আমাদের কথা খুঁজে নিন

   

কলা দিয়ে তৈরি হচ্ছে এইডসের ওষুধ!


এবার কলা দিয়ে ওষুধ তৈরি হবে এইচআইভি ভাইরাসের। এইচআইভি ভাইরাসের বিস্তার রোধে কলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিজ্ঞানীরা এক গবেষণায় জানতে পেরেছেন। পরীক্ষায় তারা দেখেছেন, কলায় ‘ব্যানলেক’ নামের একটি উপাদান বর্তমানে এইচআইভির চিকিত্সায় ব্যবহৃত দুটি ওষুধের চেয়ে অনেক শক্তিশালী। জার্নাল অব বায়োলজিক্যাল কেমিস্ট্রিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। ব্যানলেকের ওপর ভিত্তি করে এইডসের চিকিত্সায় অনেক সস্তা ওষুধ তৈরি করা সম্ভব হতে পারে, যা দিয়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

কলার এ উপাদানটি হচ্ছে ‘লেকটিন’ নামের এক ধরনের রাসায়নিক পদার্থ। এটি কলার ভেতরে প্রাকৃতিকভাবেই তৈরি হয়। মার্কিন গবেষকরা দেখতে পান, কলার ভেতরে যে লেকটিনটি দেখা যায় সেটা শরীরে এইচআইভি ভাইরাসের প্রবেশ পথে বাধা সৃষ্টির মাধ্যমে এর সংক্রমণকে নিবৃত্ত করে। ‘ব্যানলেক’ কাজ করে অনেকটা এনভেলপের (খাম) মতো। এইচআইভির বংশগতির উপাদান বহন করে যে প্রোটিন সেটাকে অনেকটা খামের মতো আটকে রাখে ‘ব্যানলেক’।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের এইডস গবেষকদের প্রধান মাইকেল সোয়ানসন বলেন, ‘কিছু কিছু এইচআইভি ওষুধের বড় সমস্যা হচ্ছে ভাইরাস ওই ওষুধ নিষ্ক্রিয় করে দিতে পারে এবং ওষুধের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলতে পারে। কিন্তু লেকটিনের উপস্থিতিতে তাদের সে কাজটি অনেক কঠিন হয়ে পড়ে। ’ লেকটিন এইচআইভি-১ এনভেলপের বিভিন্ন স্থানের সুগারকে খুঁজে বের করে আটকে ফেলে। বিজ্ঞানীরা গবেষণাগারে দেখতে পেয়েছেন, ব্যানলেক এইচআইভির চিকিত্সায় বর্তমানে ব্যবহৃত দুটি ওষুধ টি-২০ এবং মারাভিরকের তুলনায় অনেক শক্তিশালী হবে বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করছেন।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।