অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজের সক্ষমতা আরও বাড়াতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি রয়েল বেঙ্গল টাইগার হয়ে উঠতে পারে।
আজ সোমবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলের হলরুমে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশেষ এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দুদক সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে যেভাবে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে, তেমনি অন্যদের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে প্রতিষ্ঠানটি ‘রয়েল বেঙ্গল টাইগার’ হয়ে উঠতে পারে।
অর্থমন্ত্রী জানান, অবৈধভাবে অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধে সরকার কার্যকর আইন প্রণয়ন করেছে। মিউচ্যুয়াল লিগাল অ্যাসিসটেন্স রিকোয়েস্টসহ (এমএলএআর) বিভিন্ন আইন তৈরি করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানের ক্ষেত্রেও দুদকের অধিকার রয়েছে। দুদক স্বাধীনভাবে কাজ করেছে। অর্থ পাচার রোধে দুদককে তথ্য ও প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।