দুনর্ীতির দায়ে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পাচ্ছে দুদক-গতকাল এমনই একটি সংবাদ শুনলাম মিডিয়ার কল্যানে। তখনই কেমন জানি মনে হল দুদককে কি তাহলে দৈত্য বানানোর জন্য জরুরী অধ্যাদেশের সংশোধন আনা হচ্ছে। দুদক আর দৈত্য শব্দ দুটির মধ্যে আক্ষরিক অর্থে তমন কোন মিল না থাকলেও কাজের ক্ষেত্রে কি মিল থাকবে? সেরকমই একটি প্রশ্ন আমার আপনার সবারই জানতে ইচ্ছে করতে পারে।
দুদককে কেন এমন ক্ষমতা দেয়া হচ্ছে, সেটা আমার কাছে মুখ্য বিষয় না কিন্তু প্রশ্ন হল, যে প্রতিষ্ঠানটি বছরের পর বছর অকেজো হয়ে পড়ে থাকার পর তাকে সক্রিয় করার জন্য কিছু কিছু বিশেষ ক্ষমতা তাদের হাতে দেয়া হচ্ছে। এক্ষেত্রে তারা কি সে ক্ষমতার সৎব্যবহার করবে? এ উত্তরও অজানা। সময়ই হয়তবা সঠিক উত্তরটি দিবে। অপেক্ষা করতে থাকি সময় কি বলে আর আমরা কি করি, আমরা কি দেখি।
দুদক কি তাহলে সত্যি সত্যি দৈত্যে রুপান্তরিত হতে যাচ্ছে?দৈত্যের মত সবকিছু গ্রাস করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।