মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আহসান আলী বৃহস্পতিবার দুপুরে এই বিএনপি নেতাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে খন্দকার মোশাররফের পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও তাহেরুল ইসলাম তুহিন জামিনের আবেদন করেছেন।
ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
বুধবার রাতে এই বিএনপি নেতাকে তার গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তারের পর প্রথমে গুলশান থানায় নিয়ে যান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। এরপর তাকে পাঠানো হয় রমনা থানায়।
মুদ্রা পাচারের অভিযোগে রমনা থানাতেই গত ৬ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করে দুদক। এতে অভিযোগ করা হয়, ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচার করেছেন।
এই মামলায় মোশাররফ হাই কোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ গত ২৪ ফেব্রুয়ারি তা বাতিল করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।