এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
ডাইরেক্ট আসল কথায় আইসা পড়ি...
রাত ঠিক আটটায় কারেন্ট যায়।
এমনিতেই গরম। ঘরে থাকা দায়। এখন প্রায় সব মোবাইলেই এফএম আছে। মানুষের বিরক্তি যখন চরমে পৌছায় তখন সাড়ে আটটায় অনেকগুলা এফএম একসাথে ওপেন হয়। আর তখন সব রেডিওতে শুরু হয় দুইন্যার সবচাইতে বড় "ক্ষ্যাত"।
বাংলাদেশ বেতার নিউজ। মেজাজ চরমে উঠে। রেডিও আমার, রেডিও টুডে, রেডিও ফূর্তি, রেডিও এবিসি সবগুলাতে একসাথে!!! ছাদে থাকলে মনে হয় ছাদ থিকা লাফ দেই। আর বাসায় থাকলে মনে হয় রেডিওটা এক আছাড়ে ২০টুকরা করি। এই বিরক্তিকর জিনিসটা কেন দেয় কেউ কি বলতে পারবেন? যদি ভাল নিউজ হইতো তাইলেও নাইলে সহ্য করা যাইতো।
খালি সরকারের চামচামি....! কতক্ষণ শুনা যায়! আর সবচাইতে মেজাজ খারাপ হয় যখন লোডশেডিংয়ে বিরক্ত হয়া রেডিও শুরু করি তখনই এই াল শুরু হয়...
এমনিতেতো ভূলেও বাংলাদেশ বেতার টিউন করিনা। সিগন্যাল অত্যন্ত উইক। ফ্যাসফ্যাস করে। আর সাউন্ডের কথাতো বাদই দিলাম। ক্লিয়ার কইরা শুনতে নোকিয়ার X6 লাগবো।
তাও শুনা যায় কিনা সন্দেহ। । । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।