আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে সন্দেহজনক visitor থেকে আপনার ওয়েবসাইট রক্ষা করবেন।

আপনার ওয়েবসাইট কিন্তু সত্যিকার অর্থেই আপনার একটি ভার্চুয়াল সম্পত্তি হতে পারে। কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা সচেতনতার অভাবে এর পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারিনা। যার ফলে প্রতিনিয়তই নানান দুর্ভোগ পহাতে হয়। এর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দুর্ভোগটি হল hacking. চিন্তা করে দেখুন একটি ওয়েবসাইট বানাতে, সাজাতে, জানাতে কি পরিমান শ্রম দিতে হয়। আর সামান্য effort না দেওয়ার কারনে আপনার ওয়েবসাইট hack হবে।

কাজেই ওয়েবসাইট এর নিরাপত্তার কথা সবার আগে বিবেচনা করুন। আগে আমরা একটি লেখা দিয়েছিলাম কিভাবে wordpress default log ins পরিবর্তন করবেন। না পড়ে থাকলে অবশ্যই এখানে পড়ে নিন এবার আমরা দেখব কিভাবে সন্দেহজনক IP address কে আপনার ওয়েবসাইট এ ঢুকা থেকে বিরত রাখবেন। প্রথমেই আসা যাক কিভাবে বুঝবেন একটি IP address সন্দেহজনক? ১। যদি আপনি দেখেন যেকোনো একটি IP address থেকে FTP দিয়ে আপনার ওয়েবসাইট এর ফাইল এ ঢুকার চেষ্টা করছে।

cpanel এ ওয়েবসাইট এর logs চেক করুন। ২। নিচের ছবিটি দেখুন। একটি নির্দিষ্ট ip এই ওয়েবসাইট এ কমপক্ষে ২০০ বার lost password পেজ টিতে ঢুকেছে। একজন মানুষ একবার/ দুইবার পাসওয়ার্ড ভুলে যেতে পারে এর বেশি নয়।

কাজেই এটি সন্দেহজনক IP address। একই ভাবে দেখুন কোন IP address থেকে আপনার log in পেজে বার বার ঢুকছে কিনা। ৩। common sense. ওয়েবসাইট এর লগস প্রতিদিন চেক করুন। একটু চিন্তা করে দেখুন কোন IP address এর visit সন্দেহজনক মনে হয় কিনা।

এবার কিভাবে সন্দেহজনক IP address কে আপনার ওয়েবসাইট এ ঢুকা থেকে বিরত রাখবেন? ১। cpanel এ লগ ইন করুন। Security=> IP Deny Manager এ ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন। ২।

যে IP address টি আপনার কাছে সন্দেহজনক মনে হয় লিখুন। নিচের ছবিটি দেখুন। এখানে আপনি বিভিন্ন format এ IP address ঢুকাতে পারেন। নিচের ছবিটি দেখলেই বুঝবেন। Add ক্লিক করুন।

ব্যাস ওই IP address থেকে এখন আর আপনার ওয়েবসাইট এ কেউ ঢুকতে পারবেনা। আপনার ওয়েবসাইট টি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি কিছু প্লাগ ইন ব্যাবহার করেও যেকোনো IP address কে আপনার ওয়েবসাইট এর জন্য ban করতে পারেন। গুগল এ গিয়ে সার্চ করুন অনেক প্লাগ ইন পেয়ে যাবেন। সবগুলার সেটিংস্‌ প্রায় একই রকম। নিজের IP address কখনো দিবেন না।

ভালো লাগলে আরও লেখা পড়তে ক্লিক করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.