আমাদের কথা খুঁজে নিন

   

তবু কেনো কবি হতে চাই

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তবু কেনো কবি হতে চাই শাফিক আফতাব........................ ফাঁকা মাঠে গোল দেবার মতোন ফাঁকা দেশে কবি হয়েছেন অনেকেই। উ্তত্তরাধুনিক যুগে কবি হওয়া বেশে কঠিন __শুনি ! শব্দের মাপজোক ঠিক মতোন না দিলে শব্দের ওজন ঠিক মতোন না মাপলে ঠিক জায়গায় ঠিক শব্দটি না বসালে ভাবের সাথে অর্থের মিল না হলে__শব্দ ব্যবহারে কুশলী হলে সর্বপরে মা খালা শালা না থাকলে__ আর চ্যানেলের না থাকলে ধার__ কবি হওয়া হয় বেশ দুষ্কর এই উত্তরাধুনিক যুগে।

__ হাওয়ার হুজুগে। কবি হবার জন্য আমি পিতার পৈত্রিক ভিটা ছেড়েছি কবি হবার জন্য পুজিঁবাদের ধারের কাছে যাইনি কবি হবার জন্য আমি অধিক সহনশীল থেকেছি কবি হবার জন্য আমি পা টিপে হাঁটতাম__ যাতে মাটিরা কষ্ট না পায়। কবি হবার জন্য আমি গলাধাক্কা খেয়েছি জেলা সদরের ছিককে পত্রিকার সাহিত্য সম্পাদকের, কবিতার জন্য আমি কয়েদির মতোন রাত্রি যাপন করেছি পিতার ঘরে__ কবিতার জন্য নারীদের দেবী ভেবে প্রনাম করেছি আমি__ তবু কবিতা আমার হলোনা তবু কবি বলে কেউ অভিধা দিলোনা কবিতার জন্য কোনো রমণী এসে ভালোবেসে বললোনা : ‌'আমি তোমার কবিতা নিয়েই বেঁচে থাকবো'। হে কবিতা, তবু আমি কেনো কবি হতে চাই ? ২৬.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।