আমাদের কথা খুঁজে নিন

   

I P L শুরু হয়েছে, আর আমাদের great রজত কাকু লিখলেন ললিত মোদিকে নিয়ে ছড়া...

খুকি যখন নিরাবরণ দেহ, রাখলো খুলে মধ্যরাতে,জলে- জোনাকীদের লুকিয়ে নিলো পাতা, জ্যোৎস্না ছুটে পালালো জঙ্গলে...........

ললিত honey বি সি সি আই আপিশ ঘরে যেথায় সবাই নিলাম করে, সদাই সেথা শুনতে পাবে ললিত হানির গলা; সকাল বিকেল দুই বেলাতে দাঁড়িয়ে আছে গেলাস হাতে, এক মিনিটও থামছে না তার প্রাণের কথা বলা। আই পি এল এ খেলার কথা, নিজের ছেলেবেলার কথা, একের পর এক যাচ্ছে বলে, টপিক আছে নানা, তিরাশির ওই কাপের কথা, শচিন বাবুর চাপের কথা, সব কিছুরই আসল ব্যাপার ললিত হানির জানা। শ্রোতা তেমন থাক বা না থাক, ললিত হানি সদাই সবাক, দুচোখ বুজে চালিয়ে যাবে ব্যাজোর ব্যাজোর বকা, ভাববে না সে নিজের মনে, তারই ব্যাঁকা গলার গুনে বি সি সি আই আপিশ খানি সকাল বিকেল ফাঁকা! ধর তুমি যাচ্ছো কাজে, ছুটির দিনে, বদ মেজাজে,, এম্‌নি সময় ললিত হানি তোমায় যদি ধরে, বকেই যাবে এক নাগাড়ে, চটবে তুমি হাড়ে হাড়ে, ভাববে, ব্যাটা সুযোগ পেলে কি বোরটাই না করে! এমনি ভাবে বছর বছর ললিত হানির বকর বকর দেশের লোকের মনের ভিতর অজস্র রাগ জমায়, তাইতো সেদিন সবাই মিলে সিদ্ধি বাবার পুজো দিলে, ললিত হানির আয়ু যেন উপরওয়ালা কমায়। কিন্তু মরেও ললিত হানি ছাড়বে কি তার বকবকানি? ভূত হয়ে সে ক্রমাগত বকবে নাকি সুরে, স্বর্গ-নরক, আকাশ-পাতাল চেটেই যাবে অনন্তকাল বক্র গলার সঙ্গে কিছু চন্দ্রবিন্দু জুড়ে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।