বাংলাদেশ টেল এন্ডারদের লড়াইয়ের সহযোগে প্রথম ইনিংসে ৪১৯ রানের ভালো একটা পুঁজি গড়েছে। প্রায় চার সেশনে ১১৭.১ ওভার খেলেছে বাংলাদেশ। নবাগত জহুরুল আর স্পিনার রাজ্জাক ছাড়া সবাই দুই অঙ্কের স্কোর করেছেন। শুরুতে তামিম ঝড়ের পর শেষে বোলার সফিউলের ঝড় মিলে বাংলাদেশ চারশ পার হলো। দল হিসাবে খেলেছে বাংলাদেশ, এটাই সুখের কথা।
জুনায়েদ, রিয়াদ, সাকিব, মুশফিক, নাঈম টেস্ট মেজাজে খেলেছেন।
ইংলিশরা মাঠে নেমে বেশ সতর্কতার সাথে খেলছেন। সাকিবও সফিউলের পেসের সাথে রাজ্জাকের স্পিন ব্যবহার করছেন। সাকিব এক ওভার বল করে এখনই বল তুলে দিলেন রিয়াদের হাতে। সাকিব রিয়াদ মেডেন পেলেন নিজেদের প্রথম ওভারে।
সফিউরের ১, রাজ্জাকের ২, সাকিবের ১ আর রিয়াদের ১ এই ৫ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ৪/০।
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।