আমি সবসময় নিজেকে নিয়ে ব্যাস্ত থাকি..............................................
http://expertphotoshop,.blogspot.com
বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী বলে কোন কিছই ু নেই। শীর্ষ সন্ত্রাসী কাউকে বা কোনো ব্যক্তিকে তালিকাভুক্তির ক্ষেত্রে সরকারের কোনো নীতিমালা নেই। পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তা গতকাল আমাদের সময়কে এ কথা বলেছেন। তারা জানান, সাধারণভাবে কোনো ব্যক্তি দেশ ও সমাজের শান্তি নষ্ট করলে এবং বড় অপরাধে জড়ালে তাকে সবাই শীর্ষ সন্ত্রাসী ভাবে। পুলিশের আইজিপি এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার ‘শীর্ষ সন্ত্রাসী’ শব্দটির ঘোর বিরোধী।
তারা বলছেন, শীর্ষ সন্ত্রাসীর তালিকা নিয়ে মাতামাতি করা হচ্ছে। আসলে ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে কিছু নেই। তারা আসলে সন্ত্রাসী। কেউ যদি একের পর এক অপরাধ করতে থাকলে তাকে ‘মোস্ট ওয়ানটেড’ ঘোষণা করতে পারে সরকার। এ ব্যাপারে আইজিপি নূর মোহাম্মদ বলেছেন, পুলিশের কাছে সব অপরাধী সমান।
কেউ শীর্ষ বা কেউ ছোট নয়। এ সম্পর্কে ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক বলেন, কারো বিরুদ্ধ মামলা বা জিডি না থাকলেও সে সন্ত্রাসী হতে পারে। অনেকে চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে ভয়ে অভিযোগ করে না। সরকার যদি মনে করে সে অপরাধী তবে তার নাম সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে শীর্ষ সন্ত্রাসী বলার জন্য কোনো নীতিমালা নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।