পর্যটনকেন্দ্র কুয়াকাটা এবং মহিপুর ইউনিয়নকে থানা ঘোষণার দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে সেখানকার জনগণ। পটুয়াখালী-৪ কলাপাড়া আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহাবুবুর রহমান তালুকদার মহিপুরকে থানা হিসেবে সুপারিশ করেছেন এমন খবরে আন্দোলন আরও বেগবান হয়েছে। পালিত হচ্ছে মানববন্ধন, বিক্ষোভ, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি। থানার দাবিতে একদিকে কুয়াকাটা পৌরসভা ও ৩টি ইউনিয়নের ৭০ হাজার মানুষ, অন্যদিকে মহিপুরসহ ইউনিয়নের ২৮ হাজার মানুষ। কুয়াকাটাকে সরকার যখন সম্ভাবনাময় উল্লেখ করে উন্নয়নমূলক কাজ করছে দেশের অর্থনৈতিক চাবিকাঠি ঘুরানোর জন্য, তখন কুয়াকাটাকে বাদ দিয়ে মন্ত্রী মহিপুরকে থানার জন্য সুপারিশ করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন অনেকে।
তার এ সিদ্ধান্ত ভোটের না অন্য কিছুর এমন মন্তব্য করেন কেউ কেউ। কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও এর মান অক্ষুণ্ন রাখতে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তাদের দাবি কুয়াকাটার নৌ-পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত না করে মহিপুরকে থানা ঘোষণা অযৌক্তিক। কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা বলেন, থানা হলে কুয়াকাটায়ই হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহাবুবুর রহমান তালুকদার বলেন, 'কুয়াকাটা হোক আর মহিপুরই হোক আমার একটি থানার দরকার। ' কেন মহিপুরকে থানার জন্য সুপারিশ করেছেন এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে যান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।