কত দিন পরে দেখা হল ....
সম্প্রতি বিডিআর বিএসএফএর মধ্যে বিবাদমান স্থানটি িনয়ে একটি অলিখিত চুক্তিতে ডিবির হাওরের মালিকানা চলে গেল ইন্ডিয়ার হাতে। যদিও এর কোন দলীল প্রমান নেই তারপরও এটি অবিশ্বস করারও কোন কারণ নেই। জৈন্তাপুরের সীমান্ত ঘেঁষা এ হাওরটির অবস্থান েনাম্যানসল্যান্ড থেকে আরো খানিকটা বাংলাদেশের ভিতরে। তবে ভারতের গায়ের জোরের কাছে আমরা আমাদের সেই ভূমিকে আমাদের বলতে অনেকটাই ভয়পাই।
সম্প্রতি এ নিয়ে বিডিআর আর বিএসএফের মধ্যে গোলাগুলিতে নিরীহ গ্রামবাসীও মারা পড়েছে।
তবে সেই অনাকাংখিত অবস্থঅ যাতে আর ফিরে না আসে সে জন্য ভারতবান্ধব সরকার একটা সমঝোতায়ও পৌছেছে। সেটি হল ভারত ও বাংলাদেশ কতৃপক্ষ উভয়পক্ষই আলোচিত`ডিবির হাওরে' না নামার বিষয়ে একমত হয়েছে। তাতে ঘটনাটা হল আমরা আমাদের দেশের একটি ভূমিতে নামার বা তাকে নিয়ন্ত্রনের অধিকার হারালাম। পারতপক্ষে এটি অধিকার ছেড়ে দেয়ারই নামান্তর।
এতে করে ওই ভূমির মালিকানা এখন ভারতেরই বলা চলে।
কেননা আমাদের অধিকার তাদের অন্যায় দাবীর কাছে হারিয়ে ফেলেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।