আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে ডিবির অভিযান ঃ ৫টি গাড়ি উদ্ধার

thanks all over

আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য সন্দেহে শ্রীমঙ্গলের পূর্বাশা আবাসিক এলাকার গাড়ি ব্যবসায়ী রূপক দত্ত (৪০) ও উকিল বাড়ি রোডের মিজান ওরফে রাজিব (৩৫) এবং ৫টি চোরাই গাড়ি আটক করেছে ডিবি পুলিশ। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ঢাকা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শনিবার শ্রীমঙ্গলে দিনব্যাপী অভিযান চালিয়ে শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে গাড়ি চোরাই চক্রের হোতা সন্দেহে রূপক দত্ত রুপুকে আটক করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্য মতে শহরের বিভিন্ন স্থান থেকে ১টি এলিয়ন কার (নং ঢাকা মেট্্েরা গ-১৯-৪৮০৬), ১টি এলিভেন কার (নং ঢাকা মেট্্েরা গ-১৫-০৬৫২), ১টি হাইয়েছ (নং ঢাকা মেট্্েরা চ-১১-৬৬২৫), ২টি নোহা গাড়ি (নং ঢাকা মেট্্েরা চ-১১-৫০৭৪) এবং (নং ঢাকা মেট্্েরা চ-১১-৫১৮৩) এ ৫টি চোরাই গাড়ি আটক করে। এসময় রূপকের চোরাই গাড়ি বিক্রির ব্যবসায়ীক পার্টনার শহরের উকিল বাড়ি রোডের বাসিন্দা মিজান ওরফে রাজিব (৩৫) কে আটক করা হয়। বিভিন্ন সুত্রের মাধ্যমে চোরাই গাড়ি উদ্ধারের খবর নিশ্চিত হলেও ডিবি পুলিশ মিডিয়াকর্মীদের কাছে তথ্য প্রদান না করে অভিযান শেষ হবার পর রাতে অভিযানের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে বলে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.