কাল রাতে ঘুম এল না
জানালার পর্দা ভেজিয়ে দিয়েও
তোমায় আড়াল করা গেল না ।
পশ্চিম আকাশের রাঙ্গা মেঘ
নিঙড়ে এসে আমার ঘরের ছাদে
দখল নিল ।
তোমার সোনায় ঝলসানো বাহূর
রশ্মি আমার মেঘের ঢাল ছিন্ন করে
আমায় জাপটে নিলো ।
মেঘেদের ইশারা করতেই
বারিধারার গেরুনী উন্মুক্ত হলো
আরো কঠিন হলো তোমার বন্ধন
আমার মুখটা তোমার বুকের
মাঝে ডুবিয়ে দিলে। বললাম –
এখন যাও, কাল এসো;
আকাশ থেকে তারার গুঁড়ো পেড়ে এনে
তোমার খোলা চুলে মাখিয়ে বললে –
আজ, কাল, প্রতিদিন, চিরদিন ।
কপালের কালো টিপ যখন
আমার বুকে চিন্ন এঁকে দিয়ে
ফিকে হয়ে এল, আমি জ়েনে
গেলাম আজ রাতে ঘুম হবে না
মেঘেদের সরিয়ে দিতেই
কাশফুল, রগনিগান্ধা, ধেয়ে এল,
এল প্রজাপতি, ফড়িং, মৌমাছি –
তোমায় বরণ করতে,
আমার ভেতর-বাইরের সব পর্দা সরে গেল ।
– ২৫ আষাঢ় ১৪১৬/৯ জুলাই ২০০৯
অভ্র'তে টাইপ করাতে সব বানান ঠিক হলো না। - ইকরাম কবীর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।