আমাদের কথা খুঁজে নিন

   

ভয়কে জয় করে ভালবাসা

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী

ভাললাগে, নদী আমার খুব ভাল লাগে। নৌকায় করে নদীর পানিতে ভাসতে অদ্ভুদ ভাললাগে। অদ্ভুত লাগে নৌকায় শুয়ে বিশাল আকাশটাকে দেখতে! মাঝে মাঝে হঠাৎ মনে হয়, 'সাঁতার তো জানি না। যদি পড়ে যাই!' তাই ভয়ও লাগে। তবুও ভাসতে ভয় পাই না। এমন ভয় না পাওয়াটা কি আমার মনের নিছক বাড়াবাড়ি বা আদিখ্যেতা? নাকি নদীর প্রতি আমার অবচেতন ভালবাসা?! গ্রহণ করতে হলে, কারো ভাল বা মন্দ দিক দুটোই গ্রহণ করতে হয়। আমিও তাই করলাম। বিশ্বাসের মাত্রা যেখানে অল্প, সেখানে ভয় ভালবাসার অনেক অনেক আগে। নতুবা নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।