আমাদের কথা খুঁজে নিন

   

দিনের আলোয় ভয়কে আশ্রয় দিও বোন।

আমার দেশের মত ডিজিটাল দেশ কোথাও পাবে না গো.. সে যে আমার ডিজিটাল জন্ম ভূমি...

রাতের আধারে ভয় নেই বোন তুমি একা হেটে যাও। যখন ভোরের আলো তোমার শরীরে পড়বে তখন ভয়কে আশ্রয় দিও কারণ যা হয় আজ-কাল সব দিন দুপুরে হয় মানুষের ভিড়ে তাই রাতে ভয় নেই তুমি একা এগিয়ে চলো। একজন বোন সে হোক আমার অথবা আপনার সে দিনের আলোয় ধর্ষীত হয় যখন কোটি কোটি মানুষ আছে জেগে তার পাশে। রাতের অন্ধকারে হলে না হয় একবার মনকে সে পারতো শান্তনা দিতে। একজন ছাত্রী হলের সামনে এসিড নিক্ষেপের শিকার হয় যখন তার পাশেই শত শত মানুষ। একটি ১৪বছরের মেয়ে স্কুল থেকে রিস্কায় করে বাসায় ফেরার পথে শুনতে হয় মটর সাইকেলে বসা তিনটা বখাটে ছেলের বাজে কথা। একটি মেয়ে তার বিয়ের এক সপ্তাহের আগে পরীক্ষা দিতে গিয়ে ধর্ষীত হয় একদল ছেলেদের হাতে দিন-দুপুরে। এই ছেলেদের ঘরেও আছে সমান বয়সি বোন। একজন কম বয়সি শিক্ষীকাকে শুনতে হয় ছাত্রদের মোখ থেকে অশ্লীল কথা। প্রতিদিন কতজন বোন হয়রানি হন সূর্যের আলোর মাঝে তা আপনারও জানা আছে আমার মত কিন্তু কত জন বোন পাবেন আমাদেরকে তার পাশে যখন জীবনের সব চেয়ে প্রয়োজন কারো সাহায্য??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।