আমাদের কথা খুঁজে নিন

   

একখান আবেদন - উইকিতে জীবনী লিখিতে চাই

আপাততঃ খই ভাজি...

প্রাণপ্রিয় ব্লগার ভাইওবোনেরা, আমি আদতে একজন অতি বিখ্যাত মানুষ। আপনারা অনেকেই সেটা বোঝেন না বা বুঝলেও সেইটা স্বীকার করার মতন সৎসাহস প্রদর্শন করেন না। কি আর কমু, আপনাগো সম্পর্কে কিছু কওনের নাই। আমি খুব ভদ্র নির্বিবাদী মানুষ, আমার প্রিয় বিষয় মুক্তিযুদ্ধের যৌক্তিকতা নিয়ে গবেষণা করা। আমার গবেষণালব্ধ ছার্কাইভ আসছে অচিরেই।

সুধী, আমার পুরো জীবন নানাবিধ গবেষণা কর্মে নিয়োজিত। দিন নাই, রাত নাই আমি গবেষণা করি। এমন কোন বিষয় নাই যেটাতে আমার গবেষণার কিছু বাকি আছে। আমি কবি ও কবিতার মুসলমানিত্ব নিয়া গবেষণা করি, বিধর্মী কবির জাতীয়তাবোধ নিয়ে আমার বিস্তর পড়াশোনা আছে। ব্লগ ঘাঁটলে এসংক্রান্ত পোস্ট সহজেই খুঁজে পাবেন ( তবে ব্লগের নির্বোধ শ্রেণীর রোষানলে পড়বার ভয়ে আমার অন্য ত্রিকোনাকার নিকে সেসব গবেষণা পোস্টাইছি )।

জনগণ, আপনারা জানেন আমি অতি সচ্চরিত্রবান, নিয়মিত ধর্ম করি। আমার একমাত্র ধর্ম হইল ইসলাম। অন্য ধর্মের লোকজন আমার চক্ষুশূল। আমি যে খুব ভাল ছেলে সেইটা আপনারা আমার এম এস এন বাডি লিস্ট (যেইটা অচিরেই জনসম্মুখে প্রকাশিত হবে) দ্যাখলেই বুঝবেন। প্রায় ৭০০ আইডির অধিকাংশই আমারে সুইটিপাই, হানিপাই বইলা ডাকে।

এখন আপনারাই বলেন, আমি ছেলে ভাল না হলে এত্ত মেয়ে কি শুধু শুধু এড করে? বেরাদর ও প্রাণপ্রিয় ব্লগালিকারা, আমি এই ব্লগের অত্যন্ত জনপ্রিয় ব্যাক্তিত্ব, আমার ছোট্ট একটা খায়েস হইছে। আমি নিজের মহান কর্মজীবন সাধারণ জনগণের মাঝে প্রকাশ করিতে চাই। ভাইলোগ, আমি আশা করি আমারে আপনারা উৎসাহ দিবেন। শুনছি, আমার বিপক্ষে উইকিপিডিয়ার প্রশাসকদের কান ভারী করা হইছে। এইরকম পাতলা কানের উইকির উপর আমি যারপরনাই ত্যাক্ত।

আমার নামে অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের আন্তরিক সহাবস্থান কামনা করিতেছি। হে ব্লগারুবৃন্দ, আমি উইকিতে জীবনী লিখতে চাই, এই প্রস্তাবে আপনার মূল্যবান হ্যাঁ ভোট দয়া করিয়া নিচের কমেন্ট বাক্সে দিয়া যান। ( জি আর ই নিয়া একটা গবেষনায় ব্যস্ত আছি এই মুহূর্তে। এই পোস্ট টাইপ করছি মাত্র ৩০ সেকেন্ডে। ভুল্ভাল হইলে গবেষণার অবসরে পোস্টে কাটাকুটি করা হইতে পারে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।