আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিতে নতুন আপডেট

সাদা ময়লা রঙ্গীলা পালে

চলে এসেছে বাংলা উইকিপিডিয়ার আজাকি (আপনি জানেন কি) বিভাগের তৃতীয় আপডেট। ইংরেজি উইকিপিডিয়ার মত অত দ্রুত আপডেট করা সম্ভব না হলেও আমরা সপ্তাহে অন্তত একবার আপডেট করার চেষ্টা করি। গতবার আমাদের আপডেটে এগারোটি নতুন এবং বর্ধিত নিবন্ধ স্থান পেলেও সেগুলোর কয়েকটি নিবন্ধ আকারে কিছুটা ছোট ছিল। তবে এবার সংখ্যায় কম হলেও নিবন্ধগুলো পূর্ণাঙ্গ। এবারে আসা হুকগুলো (আজাকি লাইন) র বিষয়বস্তু হল রামগোপাল ঘোষ, আবুল হাশিম, মুনীর চৌধুরী, ফজিলতুন্নেসা এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

মূলত বাংলার এই পাঁচ মনিষী ও মহিয়সীকে নিয়েই এবারের আয়োজন। যারা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় প্রথম খণ্ড পড়েছেন তারা হয়ত স্মরণ করতে পারবেন এক পাগলাটে ইংরেজ অধ্যাপকের অধীনে থাকা বেশকিছু “ঘাড় ত্যাড়া” তরুণ কিছুটা উগ্রভাবে সমাজের সকল কু-সংস্কার ছিন্ন করে এগিয়ে যেতে চাইছেন। ডিরোজিওর শিষ্য খ্যাত এ সকল তরুণ গড়ে তোলেন ইয়ং বেঙ্গল নামের এক সংগঠন। পরবর্তীতে এ তরুণদের প্রায় সবাই প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং বাংলা নবজাগরণে অগ্রণী ভুমিকা পালন করেছিলেন। এদেরই একজন, রামগোপাল ঘোষ স্থান পেয়েছেন এবারের আজাকি আপডেটে।

রামগোপাল ঘোষের অন্যতম অবদান ছিল জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটনকে ভারতের প্রথম মেয়েদের স্কুল, বেথুন কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করা। স্কুল তৈরি করতে বিটন (যাকে ভারতের সবাই বেথুন নামেই ডাকতেন, বিটন অনেক চেষ্টা করেও নামটার ঠিক উচ্চারণ করাতে সমর্থ হননি!) ও রামগোপালের আত্মত্যাগের কাহিনী “সেই সময়”এ অসাধারণভাবে ফুটানো আছে। এছাড়াও আছে রবীন্দ্রনাথের প্রতিভা বিকাশে তার ভাই জ্যোতিরিন্দ্রনাথের ভুমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলীম ছাত্রী ফজিলতুন্নেসার সাথে নজরুলের সম্পর্ক আর আবুল হাশিমের কাহিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।