আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাগ সমাচার

"একদা এক কৃষক 'লাঙ্গল' দিয়ে মাঠে জমি চাষ করতেছিলো ... এক লোক হঠাৎ এসে বলে, "ঐ মিয়া !! তোমার হাতে 'লাঙ্গল' ??... মানে তুমি এরশাদের দল !!" সপ্তাহখানেক পর কৃষক তার জমিতে ধান ফলাইলো... এইবার এক লোক এসে বললো,"তোমার জমিতে 'ধানের শীষ' দেখা যায়?... মানে তুমি বিএনপি !!" একদিনধান মাপতে লোকটা দাড়ি বের করলো ৷ সাথে সাথে তাকে জামাত শিবির ট্যাগ দেয়া হলো ৷" একদিন ফসল বিক্রি করতে 'নৌকা' চড়ে যাচ্ছিলো সেই কৃষক ... এইবার ঐ পারের এক লোক বললো, "নৌকায় চড়ো ?? ... তার মানে তুমি আওয়ামীলীগ কৃষকের ছেলের উচ্চ শিক্ষার কল্যাণে কৃষকের ঘরে ইন্টারনেট আসলো ... জমি চাষের বৈজ্ঞানিক পদ্ধতির উপরে ব্লগ লেখা এবংপড়া শুরু করলো সে... উহা দেখে জানালা দিয়ে প্রতিবেশী কয়, "ছি!! তুমি ব্লগার ??... তার মানে তুমি নাস্তিক !!" বেচারা রাগে দুঃখে গ্রাম থেকে বাসে উঠলো ... ফুলের ব্যবসার জন্য শাহবাগে ফুল কিনতে গেলো ... অতঃপর একদিন এক লোক তারে দেখে বলল, "ঐ মিয়া!! ঐ দিন তোমারে শাহবাগে দেখলাম না?? ... তুমি শাহবাগী !!" পাশে বসা আরেক লোক বলে, "আরেনা না !! ওরে আমি মতিঝিলে দেখছি ও হেফাজতী !!" কৃষক ব্যাটা ঐখানেই হার্ট অ্যাটাক করে মারা গেলো ... মারা যাওয়ার আগে বিনা কারণে সব রকম "ট্যাগ" খাইবার কৃতিত্ব অর্জন করিয়া গেলো.. সূত্র: ফেসবুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.