আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের প্রথম পাঠ হল - ঠিকমতো Header (h1, h2, h3, … ) ট্যাগগুলো ঠিকমতো ব্যবহার করা। নিয়মঅনুযায়ী সবচেয়ে দরকারী keywords গুলো h1 ট্যাগে, তারচেয়ে কম গুরুত্বপূর্ণ keywords গুলো h1 ট্যাগে এবং এইভাবে গুরুত্বের বিচারে header ট্যাগগুলো ব্যবহার করা উচিৎ।
কিন্তু দেখা যায়, স্প্যামাররা সবকিছুতেই H1 ব্যবহার করে করে H1 ট্যাগের মূল্যই কমিয়ে দিয়েছে। অনেকেই বলে সার্চ ইঞ্জিনের কাছে আজকাল আর এইসব header ট্যাগের কোনো মূল্য নেই।
তবে কিছুদিন আগে H1 ট্যাগের ব্যবহারের বিষয়ে Matt Cutts একটি ভিডিও পোষ্ট করেছেন। Matt Cutts গুগলে কাজ করেন এবং তিনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, স্প্যামিং, সার্চ কোয়ালিটি বিষয়ে বিশেষজ্ঞ।
ভিডিওটিতে তিনি পুরো পোষ্ট ধরে H1 ব্যবহারে অনুৎসাহিত করেছেন। তিনি বলেছেন, একান্তই যদি একাধিক h1 ব্যবহার করতেই হয়, তবে দুটো h1 এর মধ্যে সাধারন কনটেন্ট রাখতে হবে। নতুবা যথেচ্ছা ট্যাগ ব্যবহার স্প্যামিং বিবেচিত হতে পারে।
ভিডিওটি দেখুন:
সূত্র: একাধিক H1 ট্যাগ কি SEO এর জন্য ভাল?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।