আমাদের কথা খুঁজে নিন

   

বহুপ্রতীক্ষিত নকিয়া এক্স৬ হ্যান্ডসেটের বিক্রি শুরু



নকিয়ার বহুল প্রত্যাশিত বিনোদনমূলক প্যাকেজ এক্স৬ (NOKIA X6) সেটের বিক্রয় কার্যক্রম ১৫ই মার্চ থেকে শুরু হয়েছে। নকিয়ার এই এক্স৬ হ্যান্ডসেটটি হচ্ছে একটি সম্পূর্ণ বিনোদনমূলক প্যাকেজ। গ্রাহকদের মোবাইল ডিভাইসে মানসম্পন্ন সংগীত উপভোগের সুযোগ করে দেয়ার ব্যাপারে নকিয়ার যে প্রতিশ্রুতি রয়েছে সেটাই প্রতিফলিত হয়েছে এই দুর্দান্ত এই মোবাইল হ্যান্ডসেটে। প্রি অর্ডার পর্যায় থেকেই এ সেটে বাজারে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটির জন্য গ্রাহকদের অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই অবস্থায় নকিয়া আনন্দের সঙ্গেই জানাচ্ছে যে এখন থেকে বাংলাদেশব্যাপী গ্রাহকেরা নকিয়ার সর্বশেষ উদ্ভাবনী প্রযুক্তির এই মোবাইল সেট হাতের নাগালে পাচ্ছেন।

সেটটির দাম ৩০,৮০০ টাকা। বাজারে নকিয়ার এক্স৬ (NOKIA X6) সেট বিক্রির জন্য গত ১৯শে ফেব্রুয়ারি থেকে প্রি-অর্ডার নেয়া শুরু হয়, যা ১০ই মার্চ পর্যন্ত চলে। সম্প্রতি নকিয়ার সংগীতবিষয়ক ডেডিকেটেড ওয়েব পোর্টাল http://nowplaying.nokia.com.bd ওয়েবসাইট উদ্বোধনের সময় এক্স৬ (NOKIA X6) সেট বিক্রির ঘোষণা দেয়া হয়। নকিয়ার এই ওয়েব পোর্টালটি জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক ও বিশিষ্ট শিল্পী ফুয়াদের সঙ্গে তাদের ভক্ত-শ্রোতাদের সরাসরি যোগাযোগের এক দারুণ সুযোগ তৈরি হয়। কারণ ওয়েব পোর্টালটিতে ফিডব্যাক ব্যান্ড ও ফুয়াদ যেমন তাদের ব্লগে লিখছেন তেমনি ভক্ত-শ্রোতারাও তেমনি এই জনপ্রিয় বান্ডদল ও শিল্পীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার পাশাপাশি নিজেদের অভিমতও তুলে ধরতে পারছেন।

একটি মণিমুক্তা বা জহরতও যেমন মুকুটের সৌন্দর্যকে অপরূপ রূপে শোভিত করে তেমনই এ সেটও বাজারে নকিয়ার নিত্যনতুন বৈশিষ্ট্যমণ্ডিত ডিভাইস নিয়ে আসার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে। নকিয়ার বসুন্ধরা সিটি, গুলশান ও উত্তরার তিনটি স্টোরে ৫০ জন করে মোট ১৫০ জন এই হ্যান্ডসেট কেনার জন্য প্রি-অর্ডার দিয়েছেন তাদের প্রত্যেকেই পুরস্কার হিসেবে নকিয়া ব্লুটুথ স্টেরিও হেডসেট বিএইচ-৫০৩ পাবেন। ঢাকায় ১৫ই মার্চ থেকে নকিয়া স্টোরে এক্স৬ (NOKIA X6) মোবাইল হ্যান্ডসেটটির বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম সপ্তাহে নকিয়ার মোট ৫টি নকিয়া স্টোর ও ২০টি নকিয়া সলিউশন পার্টনার আউটলেট এই সেট বিক্রি করবে। সেটটি বিক্রির ব্যাপারে নকিয়ার তিনটি স্টোরে মিউজিক ও গেমসের বিষয়ে বুথ খোলা হয়েছে।

সেই সঙ্গে রয়েছে ডিজে বুথ, যেখানে সংগীতপ্রেমীরা তাদের পছন্দের নাম্বার নেয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে তাদের জন্য বিনম্র সেবার নিশ্চিত রেখেছে নকিয়া। তারা হাস্যকৌতুক (ফান) করা এবং কারাওকের সেবারও সুযোগ পাবেন। এছাড়াও গ্রাহকদের জন্য যেমন তাৎক্ষণিকভাবে গান রেকর্ড করার সুযোগ রয়েছে তেমনই নকিয়ার মোবাইল ডিভাসেও গান আপলোড করে নিতে পারবেন। আগামী ২০শে মার্চ থেকে প্রতিটি নকিয়া এক্স৩ (NOKIA X3) নকিয়া ৫২৩০ (NOKIA 5230), নকিয়া ৫২৩৩ (NOKIA 5233), নকিয়া ৫৫৩০ (NOKIA 5530) এবং নকিয়া ৫৮০০ (NOKIA 5800) মডেলের হ্যান্ডসেট কিনলে ক্রেতারা উপহার হিসেবে নকিয়ার টি-শার্ট অথবা ক্যাপ পাবেন।

স্টক শেষ হওয়া পর্যন্ত এই সুযোগ থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।