আমাদের কথা খুঁজে নিন

   

বহুপ্রতীক্ষিত ড্র আজ

শঙ্কা, সংশয়, ভয় এবং উত্তেজনা। এমন মিশ্র অনুভূতি নিয়েই অপেক্ষায় আছে ব্রাজিল বিশ্বকাপের ৩২টি দল। গ্রুপ পর্বে কারা হবে প্রতিপক্ষ! ফেবারিটরা ভাবছে, সহজ দল পাব তো! দুর্বলরা ভাবছে, কোনোভাবে যদি গ্রুপ পর্বটা উতরানো যেত! ইউরোপীয়রা ভাবছে, এশিয়া আর আফ্রিকান প্রতিপক্ষ হলেই ভালো হয়। উত্তর আমেরিকার হলেও তেমন ভয় নেই। কিন্তু ইউরোপীয় ও ল্যাটিন প্রতিপক্ষ হলেই বিপদ।

ল্যাটিনরাও ইউরোপীয় এবং ল্যাটিন প্রতিপক্ষ এড়াতে চাইছে। আফ্রিকা, এশিয়া কিংবা উত্তর আমেরিকানরাও সহজ পথটাই আশা করছে। ৩২টি দলের আশা-আকাঙ্ক্ষার দিকে অবশ্য ফিফার কোন ভ্রূক্ষেপ নেই। ভাগ্য যাকে যেখানে নিয়ে যাবে, ফিফার নির্দেশে তাকে সেখানেই খেলতে হবে। সে যাই হোক, এতদিনকার সংশয় আজ সত্যি হতে চলেছে।

ব্রাজিল বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ড্র আজ। উত্তর-পূর্ব ব্রাজিলের বাহিয়া প্রদেশের কস্তা দু সুইপে রিসোর্টে অনুষ্ঠিত হবে এই ড্র। স্থানীয় সময় দুপুর ১ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে অনুষ্ঠান।

উদ্যাম সাম্মা নাচ, ব্রাজিলিয়ান সঙ্গীতের মোহময় ছন্দ এবং ফুটবলীয় আভিজাত্যের মাধ্যমেই শুরু হবে ড্র অনুষ্ঠান। প্রথমেই থাকবে ৯০ মিনিটের এক মিউজিক্যাল শো।

এতে অংশ নিবেন ব্রাজিলিয়ান পপ তারকা, চলচ্চিত্র অভিনেতা, ফুটবল কিংবদন্তিরা। পেলে, রোনালদো, বেবেতোরা ছাড়াও থাকবেন তরুণ প্রজন্মের ফুটবলাররা। ব্রাজিলিয়ান পপ তারকা আলেঙ্ান্দ্রা পিরেস এবং ভেনেসা দা মাতা গাইবেন ব্রাজিলিয়ান সঙ্গীত। মঞ্চে পারফর্ম করবে বিখ্যাত ব্রাজিলিয়ান নাচের দল কম্পানহিয়া দে ডাঞ্চা দেবোরাহ কলকার। চলচ্চিত্র তারকা ফার্নান্দা লিমা এবং রদ্রিগো হিলবার্টও পারফর্ম করবেন এ অনুষ্ঠানে।

'অল ইন ওয়ান রিদম' বিশ্বকাপের এই স্লোগানকে সামনে রেখেই অনুষ্ঠান সাজিয়েছে আয়োজকরা। এই অনুষ্ঠানে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কেমন হতে পারে, তার একটা ধারণা থাকছে। মহা আড়ম্বরপূর্ণ ড্র অনুষ্ঠানের জন্য ব্রাজিল এবং ফিফার খরচ হচ্ছে ১১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৬ কোটি টাকা)।

ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের ফলাফল কি হতে পারে? বাছাইকৃত ৮ টি দল আছে এক নম্বর পটে। স্বাগতিক ব্রাজিল ছাড়াও এই পটে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, উরুগুয়ে, কলম্বিয়া, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।

দ্বিতীয় পটে থাকছে আফ্রিকা অঞ্চলের ৫টি (আলজেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, ঘানা ও নাইজেরিয়া) এবং ল্যাটিন অঞ্চলের দুটি (চিলি ও ইকুয়েডর) দল। তৃতীয় পটে এশিয়া অঞ্চলের চারটি (অস্ট্রেলিয়া, জাপান, ইরান ও দক্ষিণ কোরিয়া) এবং উত্তর আমেরিকা অঞ্চলের চারটি (মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও হন্ডুরাস) দল থাকছে। চতুর্থ পটে থাকছে ইউরোপের নয়টি দল (ইতালি, ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা)। চার নম্বর পটের একটা দল র্যানডম ড্রয়ের মাধ্যমে দুই নম্বর পটে যুক্ত হবে। অর্থাৎ শেষ দল হিসেবে যে কোনো একটা দল চার নম্বর পট থেকে দুই নম্বর পটে যোগ হবে।

৮টি গ্রুপে ভাগ হবে ৩২টি দল। সম্ভাব্য কঠিন গ্রুপ হতে পারে কোনটা! ব্রাজিল, নেদারল্যান্ড, ইতালি ও যুক্তরাষ্ট্র একই গ্রুপে পড়লে সবচেয়ে কঠিন গ্রুপ হবে এটাই। প্রথম দল যদি আর্জেন্টিনা, জার্মানি, স্পেন কিংবা উরুগুয়েও হয়, তবুও এটা হবে 'মৃত্যুকূপ'। এমন মৃত্যুকূপে পড়তে পারে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালও। সে যাই হোক, পটে থাকা দলগুলোর অবস্থানই বলছে, ল্যাটিন আমেরিকা ও ইউরোপ অঞ্চল থেকেই কেবল একই গ্রুপে একাধিক দল থাকতে পারে।

তবে ফিফার নীতি অনুযায়ী একই অঞ্চল থেকে দুইয়ের অধিক দল একই গ্রুপে থাকতে পারবে না। কল্পনায় ৩২টি দলের সবাই গ্রুপ পর্বে নিজেদের প্রতিপক্ষ হিসেবে সহজ দলগুলোকেই দেখছে। আজ রাত ১০ টার পরই কেবল কল্পনার সঙ্গে বাস্তবটাকে মিলিয়ে দেখা যাবে। দেখা যাক, আগামী জুনের বিশ্বকাপ লড়াইয়ের গ্রুপ পর্বে কে হয় কার প্রতিপক্ষ!

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।