পথের সন্ধানে পথে নেমেছি.........
এই দেশ আমাদের সকলের। আমরা সবাই বাংলাদেশী। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-বিজয় দিবস, ভাষা আন্দোলন এগুলো আমাদের গৌরব। স্বাধীনতা যুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জাতীয় অহংকার।
আমাদের স্বাধীনতা যুদ্ধে যার যতটুকু অবদান আছে, যে যতটুকু কৃতিত্ব দেখিয়েছেন - আমাদের সকলেরই উচিত তার সঠিক মুল্যায়ন করা, ন্যায্য প্রাপ্যটুক তাকে দেওয়া।
এই দেশেরই স্বার্থে, আমাদের ছেলে মেয়েদের স্বার্থে, গৌরবউজ্জল দিনগুলোর স্বার্থে, সব ভেদাভেদ ভুলে আমাদের সকলেরই উচিত সত্যিকারের সঠিক ইতিহাস আমাদের প্রজন্মের জন্যে তৈরী করে রেখে যাওয়া, হিংসার রাজনীতি পরিহার করা। নতুবা এমন এক সময় আসবে যখন আমাদের পরবর্তী প্রজন্মই আমাদেরকে এর জন্যে ক্ষমা করবেনা। তাই আসুন সবাই মিলে দল মত-পথ ভুলে সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্যে তুলে ধরি, যার যতটুকু প্রাপ্য তাকে দিতে কার্পন্য না করি।
কিন্তু আফসুস...বড়ই পরিতাপের বিষয়, আমাদের জাতীয় রাজনীতিবীদদের কর্মকান্ড দেখে জাতি বড়ই হতাশ ও মর্মাহত, সেই সাথে লজ্জিতও। তারা দেশের দন্ডমুন্ডের মাথা, দেশের হর্তা কর্তা হয়েও যে ভাষায় অঙ্গভঙ্গি করে কথা বলেন এতে করে আমরা সাধারন জনগন খুবই বিব্রত ও লজ্জিত বোধ করি।
তারা এটুক বুঝেন না যে, তিনি বা তারা যদি কারো বাবা মাকে নিয়ে কথা বলেন বা গালি দেন তাহলে অনুরূপ ভাবে অপরপক্ষও উনার বাবা মাকে নিয়ে কথাও তুলবে, গালি দিবে। এত করে সহিংসতার সৃষ্টি হবে, সামনে চলার পথ হবে রূদ্ধ।
তাই সবার আগে আমাদের জাতীয় নেতৃবৃন্ধেরই উচিত স্ব স্ব দলের নেতার সাথে সাথে অপর দলের নেতার প্রতিও সঠিক সম্মান প্রদর্শন করা। (নুন্যত্বপক্ষে সম্মান না দেখাতে পারলেও অসম্মান জনক কোন কথাবার্তা না বলা) । আর একটা কথা আমাদের সবাইকেই গভীর ভাবে মনে রাখতে হবে, ভালবাসা ও সম্মান কেউ কোনদিন জোড় করে আদায় করতে পারেনি, কখনও তা পারবেও না।
এদেশেরই মানুষ এক সময় ইয়াহিয়া খানের, টিক্কা খানের ছবি থুথু দিয়ে মুছে আবার তা দেয়ালে ঠাঙ্গিয়ে রেখেছে, এসব কথা আমরা ছোট বড় অনেকেই জানি, আর সেটা বাধ্যতা মুলক হলেও সম্মন জনক অবশ্যই নয়। তাই জোড় করে নয়, অন্তর থেকে সম্মান আদায় করতে হবে, আর সেটাই হবে সঠিক ও যথার্থ। এতে করে বর্হিবিশ্বেও আমাদের ভাবমুর্তি হবে উজ্জল, জাতি হিসাবে আমরা হব গর্বিত।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।