তুমি বল! তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে পূর্ণ সত্য সমাগত, অতএব কেউ চাইলে ঈমান আনতে পারে আবার কেউ চাইলে অস্বীকারও করতে পারে। (সূরা আল্-কাহাফ: ৩০)
ইয়াহু মেইল অন্যতম শ্রেষ্ঠ ওয়েব মেইল। বাংলাদেশের বেশিরভাগ ব্যবহারকারী ইয়াহু মেইল ব্যবহার করেন। অল নিও ইয়াহু মেইল যেটি ইয়াহু মেইল বেটা নামে পরিচিত তাতে মেইল সার্চ করার কতগুলি সিক্রেটস আছে, যাতে ইফেক্টিভলি সার্চ করা সম্ভব হবে। বিষয়টি নিম্নে উল্লেখ করা হলঃ
১. সিক্রেটসগুলো আপনি সহজেই দেখতে পারবেন। আপনাকে শুধু যা করতে হবে তা হল Search Mail এর পাশে যে Go বাটনটি আছে মাউসের কন্ট্রোল প্রেস করা অবস্থায় তাতে ক্লিক করতে হবে।
২. অতঃপর একটি ডায়ালগ বক্স আসবে যাতে সিক্রেটসগুলো লেখা আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।