সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আমরা প্রয়োজনের তাগিদেই ইমেইল ব্যবহার করি, কারন এটা খুবই দ্রুত এবং দায়িত্বশীল! কিন্তু এডানিং এতেও কালো ছায়া পড়েছে। বিভিন্ন হ্যাকাররা ভুয়া ইনফরমেশন দিয়ে আপনাকে ধোকা দিতে তৎপর! এমনই ঘটনার শিকার আমি নিজেও যদি ওরা কিছু করতে পরে নাই, কিন্তু আমার এক সহকর্মী এদের খপ্পরে পরে ইমেইল আইডি হারিয়েছে! যারা ইয়াহু ইমেই ইউজ করেন, দেখবেন মাঝে মাঝে ইয়াহু-র অথোরিটি সেজে আপনাকে মেইল করবে, যার ভাষা এমন ঐ মেইলে ওদের প্রদত্ত ফরম্যাটে যদি আপনার ইমেইল আইডি পাসওয়ার্ড সহ না পূরন করেন তাহলে, ঐ একাউন্ট ডিলিট হয়ে যাবে! অনেক এই পাতানো ফাঁদটি সহজেই ধরতে পরেন না, ওদেরকে পাস দিয়ে দেবার পরই আসল বুঝতে পারেন কিন্তু ততক্ষনে যা হবার হয়ে গেছে! আমিতো ১বছর আগে পাস দিয়েই পরে ভাবলাম ইয়াহুতো এমন মেইল করার কথা না, সাথে সাথে আমি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছিলাম, ফলে ঐ হ্যাকার আর হ্যাক করতে পরে নাই আমার আইডি! কিন্তু এবার আমার ঐ কলিগ সরলমনে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে! আজ সালে অফিসে এসে দেখি অন্য এক কলিগ (এখন দেশের বাহিরে আছেন) মেসেন্জারে মেসেজ দিয়েছেন আমার ঐ কলিগকে(ইমেইল আইডি হারিয়েছেন যিনি) নিয়ে! কারন ঐ হ্যাকার আমার কলিগ সেজে সব কন্টাক্ট এ্যাড্রেসে মেইল করছে যে, সে আফ্রিকায় এক কনফারেন্সে গিয়ে হোটেলে উঠেছে, কিন্তু সব টাকা-পয়সা, পাসপোর্ট ট্যাক্সিতে হারিয়েছে, তাড়াতাড়ি যেন তাকে ১৫৫০ইউএস দলার দেয়া হয়, সে ফিরলেই ফেরত দিয়ে দেবে! সুতরাং এমন ঘটনার শিকার যে কেউ অমনযোগী অবস্থায় হতে পারেন, তাই সাবধান! ধন্যবাদ সবাইকে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।