আমাদের কথা খুঁজে নিন

   

গুগলকে হারিয়ে দিল ইয়াহু!

সার্চ ইঞ্জিনের জগতে চিরপ্রতিদ্বন্দ্বী গুগল ও ইয়াহু। কেউ কারও চেয়ে কোনো অংশে কম নয়। এবার প্রতিদ্বন্দ্বিতায় গুগলকে হারিয়ে দিল ইয়াহু। দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে জুলাই মাসে জনপ্রিয়তার শীর্ষে উঠে এলো ইয়াহু। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

২০১১ সালের পর এই প্রথম হুগলকে হারিয়ে দিল ইয়াহু। ইয়াহু বলছে, কোম্পানিটি যুক্তরাষ্ট্রে সর্বাধিক দেখা ওয়েবসাইটে পরিণত হয়ছে। ইয়াহু জানায়, জুলাই মাসে মার্কিন মুল্লুকে তাদের ভিজিটর ছিল ১৯৬.৫ মিলিয়ন, অন্যদিকে গুগলের ছিল ১৯২ মিলিয়ন। টাম্বলারের তথ্য অনুযায়ী, আমেরিকার ২২৫ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে শতকরা ৮৭ ভাগই ইয়াহুর ভিজিট করেছে। অন্যদিকে গুগলের ভিজিটর শতকরা ৬৭ ভাগ।

মারিশা মাইর একজন সাবেক গুগল কর্মকর্তা, যিনি গত বছর ইয়াহুতে প্রেসিডেন্ট এবং সিইও পদে নিযুক্ত হন। তিনি গুগল ইন্টারনেট জায়ান্টের সুদূরপ্রসারী পরিবর্তন করেন। * ইনফোটেক ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.