আমাদের কথা খুঁজে নিন

   

হাইফেন এর জবানবন্দি

নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ

সবকিচুর এক্টা লিমিট আচে, মাগার হাইফেনের সহ্যের কুনো লিমিট নাই। এক এক কইরা আমার তিনখান পুস্ট মডারেটররা ডিলিট মারলো। কারণ হিসাবে কউয়া হইচে আমি গাইল দিচি। হ কতা হাচা আমি গাইল দিচি। তার মানে হইল, মডারেটররা যা করচে ঠিকই করচে।

মাগার দুইরকম নিয়ম ক্যান, হেইডা দেইহাই তো ম্যাজাজ খারাপ হইয়া যাইতেচে। আমি গাইল দেই কমেন্টের রিপ্লাইয়ে। অহন কতা হইল, যেইসব কমেন্টের রিপ্লাইয়ে গাইলগুলা দেই হেইগুলা কি কেউ পইড়া দেকছো? আমারে ছাগল, বেকুব, এইসব কইবো, এইগুলা কি গালি না? একখান একজাম্পল দ্যাউ যেইহানে কেউ ভালা কতা কইচো, মাগার গাইল খাইচো? ওপেন চ্যালেঞ্জ দিল্যাম। আমি ক্রিকেট লইয়াই বেশি পুস্ট দেই। ক্রিকেট লইয়া মতের অমিল হইবারই পারে।

রোহান বসের লগে আমার খুব কমই মতের মিল হইচে, সৌরদীপ্ত বসের লগেও ম্যাচ করচে কমই। মাগার হেগো লগে কি আমার খাতির কম? বিড়ি, ঝালমুড়ি কতকিচুই তো খাইল্যাম। মাগার কিচু মানুষ আচে ক্রিকেটের কিচুই বুজেনা; লেগ-অফ-গালি-মিডঅফ-পয়েন্ট কয়েকখান ফিল্ডিং পজিশন জানে, আর লারা-শচীন-দ্রাবিড়-পন্টিং টাইপ কয়েকখান পিলিয়ারের নাম জানে। এই জ্ঞান লইয়া আহে ফাল পারবার। ফাল পার আমার কুনো সমস্যা নাই, মাগার আমার গতরের উপ্রে আইয়া পড়লে আমি তো লাত্তি দিমুই।

অহন আমার লগে লাগার সময় বড়বড় কতা কইবা, আবার আমার রিসপন্স হুনলে ঠোট ফুলাইয়া গিয়া মডারেটরের কাচে বিচার দিবা, এইডা কেমুন কতা বস? হয়্‌ রথ দেখবা, আর নাইলে কলা বেঁচবা। একইলগে দুইডা করবার চাইলে, ক্যামনে কি? [যাউকগা কুনোকিচুই ব্যাপারনা। তয় এই পুস্টে আজাইরা কতা কইতে আইয়োনা কেউ, মন-মেজাজ খারাপ আচে। ২খান পছন্দের পুস্ট তুমগো লাইগা ডিলিট খাইচে। যুক্তি দিয়া কতা কইলে কিচু কমুনা , অযৌক্তিক কতা কইলে কী করচি তা তো দেকচোই।

তয় গাইল দিলেও আমি কইলাম কারো মা-বাপ তুইলা গাইল দেইনা, কাওর জন্ম-পরিচয় লইয়াও কতা কইনা। যেইডা আমারে অনেকেই করচো তুমরা। আমার লগে ব্যক্তির ঝামেলা, আমি ব্যক্তিরে এটাক করি। তুমরা করো আমার চৌদ্দগুস্টিরে। তাইলে দুষটা কার বেশি হইল, অংকডা এট্টু বুঝায়ে দিও পারলে] ডিসক্লেইমার: ইচ্চা আচিল আইজ একখান ক্রিকেট লইয়া পুস্ট দিমু।

মাগার তিন-তিনখান পুস্ট ডিলিট খাউয়ার পর মনে অইলো আগে বলগের ক্রিকেট পিচটা ঠিক করোন দরকার। এইহানে আনইভেন বাউন্স বেশি হইয়া যাইতেচে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।