আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান : ঊর্ধ্ব কমার ( ‘ ’ “ ” ), অ্যাপস্ট্রফি ( ’ ), অবলিক / স্ল্যাশ ( / ) ও হাইফেন ( - ) ব্যবহার

www.facebook.com/ba.ac.net ঊর্ধ্ব কমা/কোটেশন মার্ক/ইনভার্টেড কমা ( ‘ ’ “ ” ) : শব্দকে চিহ্নিতকরণের ক্ষেত্রে একটি ঊর্ধ্ব কমা ব্যবহার হবে। যেমন: ‘সোনার তরী’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উক্তিবাচক শব্দে দুটি ঊর্ধ্ব কমা ব্যবহার হবে। যেমন: রেজা বলল, “আমি এখন স্কুলে যাই। ” অ্যাপস্ট্রফি ( ’ ) : ‘-র ও এর’- উচ্চারণে অ্যাপস্ট্রফি ব্যবহার হবে।

যেমন: Father’s Name (বাবার নাম), এমপিও’র ইত্যাদি। শব্দকে সংক্ষিপ্তকরণেও এর ব্যবহার হয়। যেমন: I’m (I am), I’ll (I will or, I Shall) ’৭১ সাল (১৯৭১ সাল) ইত্যাদি। বাংলা বানানে অ্যাপস্ট্রফি ব্যবহার যথাসম্ভব বর্জনীয়। অবলিক/ স্ল্যাশ ( / ) : বিকল্প শব্দের মাঝে অবলিক বসে।

সহজ কথায় এটা নায় ওটা এরূপ বোঝাতে অবলিক ব্যবহার হয়। যেমন: Marital Status: Single/Married, বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত ইত্যাদি। স্মারক ও তারিখে অবলিক ব্যবহার হয়। যেমন: ঢাবি/পরীঃ/২০১২-১৩, তারিখ: ১২/১২/২০১২খ্রিঃ। ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে লেখার সময় বলা হয় স্ল্যাশ।

বাংলাতে বলা হয় অথবা ও বিকল্প চিহ্ন। হাইফেন ( - ) : শব্দকে যুক্ত, আলাদা ও বিপরীত ধর্মী শব্দের ব্যবহার ও পারস্পরিক সম্পর্কযুক্ত ক্রিয়াশীল শব্দেও হাইফেন ব্যবহার হবে। যেমন: Sub-district, বাবা-মা, ভাই-বোন, আন্ত- র্জাতিক, দিন-রাত, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ইত্যাদি। অশুদ্ধ ও শুদ্ধ ব্যবহার : অশুদ্ধ ব্যবহার: পরীক্ষা/২০১২, শিক্ষাবর্ষ: ২০১২/১৩, অর্থ বছর: ২০১২/১৩, ১ জানুয়ারি/২০১২ ইত্যাদি। শুদ্ধ ব্যবহার: পরীক্ষা-২০১২ অথবা, পরীক্ষা ২০১২, শিক্ষাবর্ষ: ২০১২-১৩, অর্থ বছর: ২০১২-১৩, ১ জানুয়ারি ২০১২।

গত পর্ব : বিসর্গ (ঃ ), কোলন ( : ) ও ডট/ফুলস্টপ ( . ) এর ব্যবহার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.