আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: হাইফেন থেকে ... এই হাইফেন পর্যন্ত

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

যদি এই পরবর্তী হাইফেন থেকে - চন্দ্রদীঘল প্লবচর মিছরীর দানারা উষ্ণতায় বিকিরিত নগ্নশিশুর মতো চুল ছেঁটেছে বলে বাচাল বনলতা সেনকে বাস থেকে চলন্ত টেরাবাইটের পাস্তুরিত পুকুরে মেক্সিকান ওয়েভে হামাগুড়ি দিতে বলে, আর দ্বিখন্ডিত ঢেঁকিশাকের জিহ্বায় ঝুলন্ত ম্যামথ সময়কে ডেকে ডেকে দেখাতে থাকে চৌকিদারের নামতা, ঈশ্বরপ্রদত্ত শূণ্যতার সাইকেলের গিয়ারে চিকিৎসারত বন্ধা পায়রার ঠাং, মরে যাওয়ার উপযোগী দীর্ঘশ্বাস ও হাঙরের ক্ষয়িষ্ণু পাদুকার সুড়ঙ্গে ঋতুমতি এস্কেলারেটর সুতরাং সেই যৌথসিঁড়ির সিলিঙ পাখায় ঝুলবে চুয়ে পড়া নিয়ন বাতির প্রুশিয়ান ব্রিলিয়ান্ট অরেঞ্জের ৩.৩ ডিজিট গলনাঙ্ক অথবা অতিরিক্ত দুধভাতের ওজনে বিরহকাতর আয়নায় চিত্রিত রেল সিগনালে দ্রবীভূত টিয়া পাখীর অন্তমিল অন্যভাবে বললে, অশুদ্ধ বিকেলের জঙ্ঘায় কৃত্তিকা কন্যারা প্রোত্সাহে বলক তোলা দুধের মতো বিদ্যুৎময়ূখে ছুটতে থাকে দ্যোতনার মোরগফুল হয়ে, কেননা তাকে "না" বলা নিশ্চিত, আর টগবগে ঘোড়ার মতো চুরুট ফুঁকতে ফুঁকতে কলংকের ঝর্ণাধারা সেঁচে পূরবী অনেকবার কানে ঝোলায় কবি কাহ্নুপার ফেলে দেয়া তামাকের ক্ষেত অত:পর সেই রেল লাইনের হুইসেলটা কলের পনির বিবমিষায় চোখ উঠে যাওয়া টকটকে তাজমহলের লেজে মানি প্ল্যান্টের তুষারস্নিগ্ধ শীৎকার হৃদয়ের পিরামিডে উত্যক্ত ডিম্বাণু সিদ্ধ করতে করতে মাইক্রোচুলা বন্ধ করে দেয় - এই হাইফেন পর্যন্ত অক্ষরগুলো কবিতা মনে হয়, তবে আপনার পাঠক্ষমতা বিস্ময়কর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.