আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিয়ায় কিশোরীর মুখ


পেছন ফিরে দ্যাখ্ তুই কতোটা ক্রোশ পেরিয়ে এসেছিস- পড়ন্ত বিকেলের মাহেন্দ্রক্ষণে পেছন ফিরে তাকা তো একবার ... স্মৃতির অর্গল খুললেই দেখবি সোনালী শৈশব -- শেয়াল ডাকা শিশু পল্লী লৌহজং নদীর পাড়, ডুবুরী শুশুকের অর্নবচনীয় ম্যাজিক খেলা, খরস্রোতে ভেসে যাওয়া পালতোলা নৌকা, মুগ্ধ বালকের বিহ্বল দৃষ্টি- কোথা যায় নৌকাগুলো, কোথা থেকেই বা আসে! ভাবনার জোয়ারে কুয়াশা চাদর ঢাকা শীতের ভোর স্নেহময়ী সেই বকুল বৃক্ষ, বালক-বালিকাদের ঘোর প্রতিদ্বন্দ্ব কে যাবে আগে, কুড়োবে ঝরে পড়া ফুল- মনে পড়ে তোর? মেঠোপথে দল বেঁধে হাঁটাহাটিঁ সুযোগ পেলেই এক্কা-দোক্কা খেলা কিংবা কানামাছি ভোঁ ভোঁ সেই দিনগুলোর কথা? স্মৃতিপটে প্রতিভাস, অনুরণিত বারবার, হৃদয় গহীনে জ্বলে ওঠা বিদ্যুৎপ্রভা -- এমন কিছুই কি নেই তোর মনে? .... নিজেকে ফাঁকি দিসনে আর মনে পড়ছে না সেই কিশোরীর মুখ? যার চোখের ঝিলিকে তোর যত সুখ মায়াবী হাসিতে কুপোকাত তুই আলতো ছোঁয়ায় বুক দুরুদুরু বয়ো:সন্ধিতে তোর প্রথম শিহরন ... ভালবাসায় অম্লান আজো ভাস্বর সে তোরই স্মৃতিকোষে তার স্থায়ী বসবাস - মনে পড়ে, মনে পড়ছে সেই কিশোরীর মুখ?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।