মধ্যাহ্ন সূর্য, বুঝি ঈষৎ পশ্চিম স্বপ্ন দ্যাখে ভোরের আকাশ 'আসছালাতু খায়রু মিনানন্নাউম' - অবেলায় মোয়াজ্জিন, প্রত্যুষ ডাক শিশির ভেজা শিউলি অম্লান হাসে পাখির কন্ঠ ওড়ায় সবুজে সবুজ। পিছুটান পিছু ডাকে - শৈশবের লৌহজং খরস্রোতে চলা গহনা ভাসায় মাঝি সরস বুকে ঢেউ তুলে নদী হয় আনন্দ উচ্ছল অদূরে ঝাঁপাঝাঁপি একদল কিশোর উদোম হয়ে খেলে জলকুমির। ইচ্ছে করে শিঙ ভেঙ্গে হয়ে যাই বাছুর মিশে গিয়ে উদোম আমি ওদের সাথে। ............................................... পাদটীকা: * গহনা - বিশাল আকারের নৌকা .................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।