আমাদের কথা খুঁজে নিন

   

বেদনায় বিদগ্ধ প্রবাস!

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ হে অভিশপ্ত জীবন আমার- নারীর মনের মতন আর কত রঙ দেখাবে- তোমার পরতে পরতে? ক্লান্ত হৃদয় ছন্নছাড়া উদ্দেশ বেদনায় বিদগ্ধ প্রবাস! ‘স্বপ্ন তার, খাটছ তুমি- খাটাশের বারো মাস! কোথায় যেন হারিয়ে গেল- তোমার মুক্ত আকাশ; যেখানে সর্বদা ছিল বিচরণ,বিহঙ্গের ঢঙে অতঃপর সুবে সাদেক অবধি মৌমাছির মতন গুঞ্জরন? কর্ণফুলীর বাঁকা জলের কেলি দেখ না কতদিন! তোমার অনেক প্রতীক্ষা আর ভালোবাসার- বাঁধভাঙ্গা আশা আর আবেগের হুতুম প্যাঁচা?’ অনেক সওয়া গ্যাছে থামো- এইবার থামো!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।