শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ২০১৩-১৪ সালের বাজেটকে সামনে রেখে একসংবাদ সম্মেলনে এ দাবি জানান নাগরিক মোর্চা নামের একটি সংগঠন।
বাজেট বিষয়ে অনগ্রসর জনগোষ্ঠীর চাহিদা ও দাবি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে সক্রিয় ২৫টি সমমনা সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চার নেতারা বলেন, বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ করে জেলা বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর, বিশেষকরে কৃষক, শ্রমিক, প্রতিবন্ধী, দলিত, আদিবাসীদের চাহিদার প্রতিফলন ঘটাতে হবে।
তারা আরো বলেন, ধনী ও ক্ষমতাবানদের স্বার্থে অনুৎপাদনশীল খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দ না দিয়ে দারিদ্র্য নিরসনে উৎপাদনশীল খাতে অগ্রাধিকার দিয়ে গণমুখী বাজেট প্রণয়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক মোর্চার অন্যতম সদস্য সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) চেয়ারপার্সন ও সংবাদ সম্মেলনের সভাপতি মুস্তাফিজুর রহমান খান।
মোর্চার পক্ষে লিখিত দাবিনামা পাঠ করেন সাক্ষর চেয়ারপার্সন শামসুন্নাহার আজিজ লীনা।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে, জনগণের নির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে সকল রাজনৈতিক এবং নাগরিক প্রতিনিধির সমন্বয়ে জেলা, উপজেলা, পৌর/ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং-এর জন্য কমিটি গঠন করা প্রয়োজন; জেলা বাজেট প্রণয়নের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন ও কাঠামোগত সংস্কার সাধন করা; বাজেটে জনঅংশগ্রহণ নিশ্চিত করার জন্য খসড়া বাজেট কমপক্ষে তিন মাস পূর্বে জনগণের জন্য উন্মুক্ত করা।
এছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামজিক উন্নয়ন খাতসম্পর্কিত বিভিন্ন দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুপ্র জাতীয় পরিষদ সদস্য মঞ্জু রানী প্রামাণিক, সুপ্র পরিচালক সামিয়া আহমেদ, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, বাঁচতে শিখ নারী’র সভাপতি ফিরোজা বেগম, সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেসের (এসবিএসএস) নির্বাহী পরিচালক ফেরদৌস আহমেদ প্রমুখ।
বাজেট বিষয়ক নাগরিক মোর্চার সদস্য সংগঠনসমূহ হলো বাংলাদেশ ভূমিহীন সমিতি, ডেপ, স্কপ, বাঁচতে শিখ নারী, সাক্ষর, সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস, বিডিইআরএম, নাগরিক উদ্যোগ, ডরপ, আরডিসি, এডিডি, কাপেং ফাউন্ডেশন, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সারি, এলআরসি, জাতীয় নারী প্রতিবন্ধী সংস্থা, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা, ইন্টারঅ্যাকশন, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, বিবিডব্লিউজি, স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি, এসডিএস ও সুশাসনের জন্য প্রচারাভিযান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।