স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......
ইংল্যান্ডের সাথে দুইটি টেস্ট ম্যাচের জন্য আজ দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব চাইতে তাজা খবর হচ্ছে দলে নেই বাংলাদেশের লিটল মাস্টার আশরাফুল। অনেক দিন পর তাকে ওয়ানডে এবং টেস্ট দল থেকে বাদ দিয়েছে নির্বাচকরা। আমার জানামতে কাজটা অবশ্য ভালো করেছে নির্বাচকরা। তবে এত ভালো করার পরও কিছু ভুল করেছে নির্বাচকরা।
দলে অলক কাপালি, নাফিস এবং রাসেল কে নেওয়া উচিত ছিল। জানিনা নির্বাচকরা কি কারনে তাদের কে দলে নে নাই।
জানি আমরা দল তৈরি করে কোন লাভ নাই, তারপরও মনকে বুঝানোর জন্য একটু সান্তনা আর কি।
এখন দেখি আমার দলটার সাথে কারো কোন অমিল বা মিল আছে কিনা??
০১. তামিম ইকবাল (ব্যাটসম্যান)
০২. শাহরিয়ার নাফিস (ব্যাটসম্যান)
০৩. আফতাব আহমেদ (ব্যাটসম্যান)
০৪. সাকিব আল হাসান (অলরাউন্ডার) (অধিনায়ক)
০৫. অলক কাপালি (অলরাউন্ডার)
০৬. মাহমুদউল্লাহ রিয়াদ (অলরাউন্ডার)
০৭. মুশফিকুর রহিম (উইকেট কিপার/ব্যাটসম্যান) (সহ অধিনায়ক)
০৮. আব্দুর রাজ্জাক (মূল স্পিনার)
০৯. শাহাদাত হোসেন (ফাস্ট বোলার)
১০. এনামুল হক জুনিয়র (মূল স্পিনার)
১১. সৈয়দ রাসেল (ফাস্ট বোলার)
১২. রুবেল হোসেন (ফাস্ট বোলার)
১৩. রকিবুল হাসান (ব্যাটসম্যান)
১৪. জুনায়েদ সিদ্দিকী (ব্যাটসম্যান)
উপরের এগার জন কে প্রথম ম্যাচে নেওয়া যেতে পারত। প্রথম ম্যাচে যারা খারাপ খেলবে দ্বিতীয় ম্যাচে তাদের বাদ দিয়ে নিচের তিন জনকে নেওয়া যেত।
কিন্তু সেটাতো আর হলো না।
কি বলেন আপনারা?????????????????????[/sb
মূল দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, রকিবুল হাসান, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র ও সাহাদাত হোসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।