আমাদের কথা খুঁজে নিন

   

'বাবুনি সুপ্তি' আপুর জন্য

এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/

বলেছিলাম পোস্ট দিতে দেরি হবে, কিন্তু তোমার জন্য এ পোস্ট না দিয়ে পারলাম না। সাধারণ কিছু কথা তুমি অসাধারণ ভাবে বলতে পারো। তোমার কথা শুনে মনে হয় ৭-৮ বছরের একটা বাচ্চা মেয়ে বুঝি কথা বলছে। আমি তোমাকে চিনিনা। তোমার মান-অভিমান ও চিনি না।

কিন্তু আমার ব্লগে তোমার পদধূলি রেখে যাওয়াটা চিনি। মনে হয় ছোট্ট একটা বাবু উঁকি দিয়ে গেল একটু আগে। তুমি কি খেয়াল করেছ তোমার অনেক পুরনো লেখায় আমি মন্তব্য করি? তোমার ঐ পুরনো লেখাগুলো আমার কাছে অনেক অনেক মূল্যবান। তুমি ব্লগে ফিরে আসলে অনেক অনেক মানুষ অল্প অল্প খুশি হবে কিনা জানিনা । কিন্তু একজন মানুষ অনেক অনেক অনেক খুশি হবে, সেটা জানি।

সেটা আমি। একজন মানুষকে খুশি করার দূর্লভ এ সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করোনা। এ লেখা প্রথম পাতায় প্রকাশ করার কোন ইচ্ছা নেই। কার‌ণ, আমি জানি, বাবুনি আপু টুকটুক করে এসে ঠিকই এ লেখাটা পড়বে। অভিমান তোমার মাথায় বসে তোমার ঘাড় মটকে দেওয়ার আগেই তুমি আমাদের কাছে চলে আসো।

[তোমাকে আমার অনেক প্রিয় একটা গানের খোঁজ দিবো। ] [আমার বন্ধুদের মধ্যে যারা ব্লগ পড়ে না, তারাও তোমার কথা জানে! তোমার গল্প গুলো জানে। স্কুলের গল্প, চাচার জন্য মেয়ে দেখতে গিয়ে পানি খাওয়ার গল্প!! তাহলে বুঝো তুমি কতবড় সেলিব্রেটি! ] কফি খাবা? [হাবিজাবি কিছু একটা বানিয়ে তোমার কাছে সেটা 'ওলন্দাজ কফি' বলে চালাতে হবে না!! ] তোমার সব্জি-স্যুপ বানানোর কথা আমার আম্মুও কিন্তু জানে! ওমা! আমার আগডুম-বাগডুম পোস্ট দেখি অনেক বড় হয়ে গেছে! কয়টা মাইনাস যে পড়বে!!! তুমি তাড়াতাড়ি এসে প্লাস দাও! কাটাকাটি হয়ে যাক! {ও! আরেকটা কথা! এই পোস্ট লিখেছি বলে আমাকে কিন্তু কিছু খাওয়ানো লাগবে না! }

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।