পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
১। বোলিং বল:
কল্পনা করুন এই জিনিস যদি আপনার শখের ল্যাপটপের সাথে কানেক্ট করতে যান তাহলে কী হতে পারে?
২। চিকেন ফুট:
এটি আপনাকে দেবে ১ গিগাবাইট স্টোরেজ এরিয়া। মূল্য মাত্র ৩০ ইউ এস ডলার।
৩। থাম্ব:
চিন্তা করুন কেউ যদি এটিকে আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট থেকে বেরিয়ে থাকতে দেখে!
৪। ডাটা ইন্জেকশান:
dialog05 নামের এক জার্মান কোম্পানি তৈরী করেছে এটি।
৫। সুশি:
জাপানীজরা "সুশী" (এক রকমের খাবার) বলতে অন্ধ।
এটি টোকিওতে হাতে তৈরী এবং কয়েকটি ফ্লেভারে বাজারে এসেছে।
৬। স্পিনিজ
এটি কাঠের ক্ল্যাম্প থেকে তৈরী এবং ডিজাইনারের ভাষ্যমতে যে কোন নারী-পুরুষ সজ্জার অংশ হিসেবে এটি ব্যবহার করতে পারেন।
৭। সুইস আর্মি নাইফ:
দেখে ভয় পাবেন না!
৮।
উডেন স্টিক:
বুঝতেই পারছেন এগুলোর কাঠামো কাঠের তৈরী।
৯। ডিজিটাল মিক্সটেপ:
টু ইন ওয়ান। কবে দেখবেন ব্লু-রে ডিস্কের ভেতরও মেমরী স্টিক আছে।
১০।
বোনানজা:
ভুল করে খেয়ে ফেলবেন না, বদহজম হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।