আমাদের কথা খুঁজে নিন

   

তারেকের বক্তব্যে সরকারের মাথাব্যথা নেই: ইনু

সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করছে এবং বিরোধীদলের সঙ্গে সংলাপের ব্যাপারে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
শনিবার বিকালে পাবনার ঈশ্বরদীতে লিচু মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সম্প্রতি লন্ডনের একটি হোটেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সরকারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান। এ নিয়ে সরকারিদল ও বিএনপি নেতারা বিতর্কে জড়িয়ে পড়েন।  
ইনু বলেন, সরকার সভা-সমাবেশে কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

নাশকতার আশঙ্কায় শুধু ঢাকায় সভা-সমাবেশ সীমিত করা হয়েছে।
অনুষ্ঠানে লিচুর মওসুম চলাকালে ২০/২৫ দিনের জন্য হারতাল দেয়া থেকে বিরত থাকতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান তিনি।
“লিচু খুবই স্বল্প সময়ের ও পচনশীল ফল, তাই হরতাল দিয়ে কৃষকদের সর্বনাশ না করতে বিরোধীদলীয় নেত্রীকে অনুরোধ করছি,” বলেন তথ্য মন্ত্রী।
পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুর হক চুন্নুর সভাপতিত্বে স্থানীয় কৃষকদের উদ্যোগে আয়োজিত লিচু মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক এবিএম মোস্তাফিজার রহমান, বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির সভাপতি সিরাজুর ইসলাম।
এর আগে কৃষকদের মধ্যে লিচু খাওয়া প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রীর স্ত্রী আফরোজা হক রিনা।
মেলায় দেশের ৪০টি জেলার প্রায় দুই শতাধিক লিচুচাষি অংশ নেন। লিচু মেলায় কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন শ্রেষ্ঠ কৃষককে পুরস্কৃত করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।