সমসাময়ীক ঘটনাবলী পর্যাবক্ষণ করি
সময় এবং অর্থণৈতিক আপেক্ষিক পরিবতর্ন এর সাথে সাথে আমরা কিভাবে নিজেদেরকে
পরিবতর্ন করব তার ওপর নিভর্র করবে আমাদের আগামীকাল কি হবে তা।
এখন প্রসন হচছে এই পরিবতর্ন কি প্রতক্ষ ভাবে আমদেরকে প্রভাবিত করে নাকি পরক্ষভাবে প্রভাবিত করে।
পরক্ষ প্রভাব বলতে বঝাবে প্রতিনীয়ত যে পারসপরিক পরিবতর্ন সংঘটিত হচছে তার সাথে নীজেকে খাপ খাওয়াতে না পারা, জ্ঞানের স্বলপতা, নুতন জীনিষের প্রতি কৌতুহলের অ ভাব , আর সব মিলিয়ে নুতন পরিবতর্ন নীজে উপভোগ না করে বরংচ পরিবতর্ন এর দ্বারা নীজে নিয়নত্রীয়ত হওয়া।
প্রতক্ষ প্রভাব বলতে বঝাবে এই পরিবতর্ন কাংম এই পরিবতর্ন পরিকলপীত।কারন
এই পরিবতর্ন কাম্য পরিবতর্নে আমাদের মৌলীক চিনতাধারার কোন পরিবতর্ন হবে না
পরিবতর্ন মানেই পুরাতন সবকিছু বাদ দিয়ে করতে হবে তা নয়।
পরক্ষ প্রভাবে পরিবতর্ন আমাদেরকে নীয়ত্রন করে, আর প্রতক্ষ পরিবতর্নে আমরা পরিবতর্ন কে নীয়ত্রন করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।