মহেফাজতকে রুখতে শুক্রবার বিকাল থেকে গণজাগরণ মঞ্চের অবেরাধ
ব্রেকআপ শব্দটরি সঙ্গে আমরা বেশ পরিচিত, গণমাধ্যম ও প্রেমিক-প্রেমিকাদের মুখে এটি একটি কমন শব্দ। কিন্তু শব্দটি যারা হরহামেসাই ব্যবহার করেন তাদের অনেকেই এটির মর্ম বুঝেন না/ জানেন না। এর মতো কষ্টদায়ক আরও কোনও কষ্ট আছে বলে মনে হয় না, তবে সেটিকে অবশ্যই হতে হবে "রিয়েল লাভ"। সেটি না হলে কোনও সমস্যা নেই। তাহলে এই শব্দটি বেশ মজার সঙ্গে গলা উচিয়ে আড্ডা মার যাবে।
এই সমস্যার সন্মুখিন যেন কেউ না হন। তাহলে তার স্বাভাবকি জীবন-যাপন অনেক দুসাধ্য হয়ে পরে। প্লিজ ঝগড়া করেন বাট "ব্রেকআপ" করবেন না।
আমার এই লেখার কসমন্ট কি আসবে-সেটি জানি। "ভাই দু:খ পাইয়েন না" "ভাই আমার ধরা খাইছে" "ছ্যাকা খাই ভাই ঠান্ডা" এই টাইপের কমেন্ট থাকব।
বাট আমি যে কী যন্ত্রনায় আছি সটো ক্যামনে বুঝাব। ... লাইফটা হলে। দোয়া কইরেন যেন "প্লে বয়" না হাই। কারন এমন পরিষ্থিতির শিকার অনেকেই এই পথে হাটছেন/ হাটতে বাধ্য হয়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।