আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ অসুস্থ সোনিয়া ৫ ঘণ্টা হাসপাতালে

নয়াদিল্লির এইএমস হাসপাতালের এক চিকিৎসকের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সোনিয়ার ঠাণ্ডা লেগেছে, মাথাব্যথাও ছিল।   সোমবার সন্ধ্যায় পার্লামেন্টে বসে একটি ওষুধ খাওয়ার পরপরই তিনি অসুস্থ বোধ করেন।   
“এরপর তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে দেখেছি, সবকিছু স্বাভাবিক।   রাত দেড়টার দিকে নিজের গাড়িতে চড়েই তিনি বাড়ি ফিরে গেছেন।


এনডিটিভির খবরে বলা হয়, খাদ্য সুরক্ষা বিল নিয়ে লোকসভায় ভোটাভুটির ঠিক আগে হঠাৎ করেই বুকে ব্যথ্যা অনুভব করলে সোনিয়া গান্ধীকে রাত সোয়া ৮টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও এ সময় তার সঙ্গে ছিলেন।
৬৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী খাদ্য সুরক্ষা আইন সংশোধনের এই প্রস্তাবে পক্ষ দৃঢ় অবস্থান নিয়ে এলেও অসুস্থতার কারণে তিনি নিজেই ভোট দিতে পারেননি। অবশ্য ৬৭ শতাংশ ভারতীয়কে স্বল্পমূল্যে রেশনের আওতায় আনার এই প্রস্তাব শেষ পর্যন্ত ঠিকই লোকসভার অনুমোদন পেয়েছে।
ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়াকে এমনিতে লোকসভায় খুব একটা কথা বলতে দেখা না গেলেও হাসপাতালে যাওয়ার আগে হিন্দি-ইংরেজি মিশিয়ে খাদ্য সুরক্ষা বিলের পক্ষে আবেগমাখা বক্তব্য দেন তিনি।


ক্ষমতাসীন কংগ্রেস নেত্রী বলেন, “সবাইকে খাদ্য নিরাপত্তা দিতে পারে ভারত। সারা দুনিয়াকে এই মহৎ বার্তা পৌঁছে দেয়ার ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত। ”
এআইআইএমএস হাসপাতালের চিকিৎসকরা জানান, অসুস্থ সোনিয়াকে প্রথমে আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে নেয়া হয় হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে। সেখানে পাঁচ ঘণ্টা পর্যবেক্ষণের পর গুরুতর কিছু না পেয়ে সোনিয়াকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা।


এই পুরো সময়টায় আইসিইউএর আশেপাশে ৫০০ মিটার এলাকা ঘিরে রাখে পুলিশ।   প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত, কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদসহ কয়েকজন কংগ্রেস নেতা সভাপতিকে দেখতে হাসপাতালে যান।
ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া ভারত সরকারের কোনো পদে না থাকলেও তাকে দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। কংগ্রেস প্রধান হলেও ২০০৪ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন তিনি।
২০১১ সালে যুক্তরাষ্ট্রে অত্যন্ত গোপনে সোনিয়ার দেহে অস্ত্রোপচার হয়।

তবে  সে ধকল বেশ দ্রুতই সামলে ওঠেন তিনি।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু গান্ধী পরিবারের উত্তরসূরিদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।