আমাদের কথা খুঁজে নিন

   

হ্যান্ডসাম কোম্পানি...(অণুগল্প)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

১. শনিবার, টিএসসি - রেীজিয়া তুমি জানো না তোমাকে কতোটা ভালবাসি... - জানি গো জানি!.তোমাকে ভাবতে ভাবতে রাতে কখন যে ঘুম চলে আসে টের পাই না! - ও রেীজিয়া এ জীবন করেছ ধন্য! - পলাশ ও কথা আরেকবার বলো না! ও কথা বারবার না শুনলে আমার ঘুম আসতে চায় না! - তোমাকে ভালবাসি রেীজিয়া ... অনেক অনেক ভালবাসি... এ ভালবাসা কোনদিন শেষ হবে না... - চলুক... শেষ না হোক! ২. রবিবার, বোটানিক্যাল গার্ডেন - ফয়সাল আজ তোমাকে অনেক সে... লাগছে! - কেন অন্যদিন কী লাগে না? - লাগে ... কোন কোন দিন একটু বেশি লাগে! - হুঁ... সেইদিন কেমন লেগেছিল? - ওহ্! বেবি ইউ আর ভেরি নটি! - ইউ লাইক সো! - নো মেনশান! - হা হা হা হা ...লাইফ ইজ সো বিউটিফুল... থ্যাংকস রেীজিয়া ফর গিভিং মি এভরিথিং! ৩. সোমবার, ধানমন্ডি লেক - আরিফ চল কেএফসি যাই! ক্ষুধা লাগছে! - আজ না টাকা পয়সার একটু সমস্যা আছে... - সে তোমার চিরজীবনই থাকবে! টাকা ছাড়া কী ভালবাসা জমে! - তুমি শুধু টাকাই দেখলে রেীজিয়া? - টাকা দেখাতে না পারলে অন্য কিছু দেখাও! - মানে? - মানে না বুঝলে মানি নিয়ে এসো আর মানি না আনতে পারলে মানে বুঝে এসো... ৪. মঙ্গলবার, রেীজিয়াদের বাসা -রেীজিয়া কী বলল? - বিশ্বাস করবে না ছেলের ফটো দেখে ওর চোখমুখ কী যে উজ্জ্বল হয়ে গেল... আমি তো ভাবতেই পারছি না! এ যুগের ছেলে-মেয়েরা বাবা-মায়ের পছন্দে এত সহজে রজি হয়? - সবাই তো আর আমাদের রেীজিয়া নয়! মেয়েটা আমাদের খুব লক্ষèী... বুক থেকে যেন একটা পাথর নেমে গেল! - তবে আর একটা কথা... ও লজ্জা-শরমের মাথা খেয়ে হঠাৎ বলে বসল এরকম হ্যান্ডসাম ছেলে ও না কী আর দেখেনি! - বল কী! ও কয়টা হ্যান্ডসাম ছেলে দেখেছে? - আরে এভাবে বলছ কেন? ছবি দেখে খুব বেশি পছন্দ হয়েছে তাই হয়ত এভাবে বলেছে... - শোন নোবেল বুধবারে দেশে আসবে আর শুক্রবারেই ওরা রেীজিয়াকে দেখতে আসবে। - চিন্তা কোর না মেয়ে যখন রাজি হয়েছে তখন সবকিছুই ঠিকঠাকমতো হয়ে যাবে। ৫. বুধবার, বৃহঃস্পতিবার রেীজিয়ার মোবাইল বন্ধ। সে কতোদিন পরে পুরো দুইদিন ঘরে বসে ছিল তা আর মনে করতেও পারছে না... তার হাতে নোবেলের ছবিখানা। এটাকে নিয়ে সে কী সব ছেলেমানুষী করেছে তা অন্য কেউ জানতে পারলে যে কী হতো! ৬. শুক্রবার, সকাল - রেীজি ডার্লিং! চল না আজ বিকেলে আবার হয়ে যাক! - না আমার অন্য কাজ আছে? - কাজ আছে? তোমার? কাজের লোক সব কী পালিয়েছে না কী? - না অন্য ধরনের কাজ... ধর ইন্টারভিউর মত - ইন্টারভিউ? তুমি দিচ্ছ ইন্টারভিউ? তা কোথায় কোন কোম্পানিতে? - একটা ফরেন ... হ্যান্ডসাম কোম্পানি! - বাব্বা! কী নাম কোম্পানির! ঠাট্টা করছ না কী? - মোটেই না! চাকরি হলে একমাসের মধ্যে শুভ জয়েনিং... এবং কানাডা পাড়ি... - চাকরিটা হবার সম্ভাবনা কেমন? - ধরে নাও হয়েই গেছে! শুধু ওরা মুখটা দেখবে! - মুখ দেখবে মানে? - ঐ কোম্পানির ম্যানেজার আমাকে শুধু চাকরিই দেবে না একেবারে “চাকরাণী” বানিয়ে নিয়ে যাবে... - ওহ্! তাই বল... বিয়ে করতে যাচ্ছ?... এ কথা এত ঘুরিয়ে বলার কী আছে? মেয়ে হয়েছ বিয়েও তো একটা দুইটা হবে! এ আর এমন কী! তা তোমার দেশ ছেড়ে যেতে খারাপ লাগবে না? - দেশের হ্যান্ডসাম কোম্পানি তো অনেক দেখলাম... এবার প্রবাসী একটা দেখে আসি... আহারে! এই পৃথিবীর কয়টা হ্যান্ডসাম কোম্পানিই বা আর দেখলাম! আরো যে কত বাকী... -----------------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.