আমি একজন ........
এরা
না বুঝে ধর্ম
না বুঝে যুক্তি
না বুঝে কোরআন,
না বুঝে বিজ্ঞান,
না বুঝে ঈশ্বরের একত্ববাদ,
না বুঝে সৃষ্টির বিবর্তনবাদ,
না বুঝে ধর্মীয় রীতিনীতি,
না বুঝে সামাজিক রীতিনীতি,
না বুঝে পর্দা,
না বুঝে শালীনতা,
না বুঝে মানবতা,
না বুঝে নৈতিকতা,
না বুঝে নিজের ধর্ম,
না বুঝে অন্য ধর্ম,
এক দল আছে কিছু হলেই ধর্ম গেল গেল,
আরেক দল কিছু হলেই ধর্ম বিষ, ধর্ম বিষ।
আসলে সমাজের সকল সমস্যার মূলে যে ওরা নিজেরাই, তা ওরা জানেনা বা বুঝে না।
এদের ৯০ ভাগেরই ধর্ম গ্রন্থ এবং বিজ্ঞান সম্পর্কে কোন জ্ঞানই নেই।
আমি নিশ্চিত ৯৫ ভাগেরও বেশী আস্তিক নিজের ধর্মগ্রন্থ বুঝার জন্য পড়েনা।
একই অবস্থা নাস্তিকদের।
এদের প্রায় কেউই সকল ধর্মগ্রন্থ পড়েনা। এগুলোতে আসলে কি আছে বুঝার চেষ্টা করে না। রিচার্ড ডকিন্স বা তাসলিমার মত নাস্তিকদের বই পড়ে নাস্তিক হয়। ঠিক কাঠ মোল্লাদের মত।
এরা দুই দলই পুরা হুজুগের মাতাল।
সব চেয়ে বড় সত্য হচ্ছে এদের দুই দলকেই পেছন থেকে অদৃশ্য পলিটিশিয়ানরা নিয়ন্ত্রন করেন এটা তারা জানেন না।
বিষয় ধর্ম হলেও, তারা নিয়ন্ত্রিত হয় রাজনীতি দ্বারা।
আইজ না বুঝলে বুঝবা কাইল,
কাইল না বুঝলে পরশু,
একদিন ঠিকই বুঝবা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।