আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম ব্যবসায়ী ও বিদ্বেষী উভয়েই উগ্রবাদী

আমি পূর্ণয় পরিচয়টা স্পষ্ট ভাবে বলুন আপনি কে ? আস্তিক নাকি নাস্তিক নাকি ধর্ম বিদ্বেষী নাকি ধর্ম ব্যবসায়ী ? আমি আস্তিক। আমার ধর্ম ইসলাম এবং আমি বাংলাদেশী। সেদিন শুক্রবার জামাত শিবিরের ছেলেরা বাংলাদেশের পতাকা ছিড়লো। এই নিয়ে কয়েকজন শ্লোগান দিয়েছে এই বলে " আমরা বাঙ্গালী ? নাকি মুসলিম ?" আর কয়েকজন শ্লোগান দিল "ইসলাম বড় নাকি পতাকা বড়?" ছীঃ বাঙ্গালীর সাথে মুসলিমের কেন তুলনা হবে ? ইসলামের সাথে পতাকার কেন তুলনা হবে ? ধরেন আমার মা কে রাস্তার কিছু বাজে লোক অপমান করেছে। এতে আমার এত রাগ হল যে রাস্তায় নেমে আমি প্রতিবাদ করা শুরু করেছি।

ঠিক সেই সময় আমার বাবা অফিস থেকে বাড়ী ফিরছিল। আমি তারে ধইরা দিলাম মাইর আর কইলাম " আমার মায়ের অপমান করলে রক্ষা নাই। " ঘটনাটা যতটা অদ্ভুত হইছে। ইসলামের অপমানের প্রতি প্রতিবাদ করতে গিয়ে দেশের পতাকা ছিড়াও ততটাই অদ্ভূত হইছে। আবার ধরেন আমি এর পর শ্লোগান দিলাম "আমার বাবা ইজ্জত বড় ? নাকি মায়ের ইজ্জত বড় ?" ব্যপারটা যেমন অদ্ভুত হবে "ইসলাম বড় নাকি পতাকা বড়?" কথাটাও তত টা অদ্ভুত।

" আমরা বাঙ্গালী ? নাকি মুসলিম ?" এই কথাটি মূলত ধর্ম বিদ্বেষীদের সৃষ্ট, আর "ইসলাম বড় নাকি পতাকা বড়?" এই কথাটা মূলত ধর্ম ব্যবসায়ীদের সৃষ্ট। ব্লগ পড়তে গিয়ে অজস্র নাস্তিকের লেখা পড়েছি। দুঃখজনক হলেও সত্য তারা অনেকেই নাস্তিক নন তারা ধর্ম বিদ্বেষী। নাস্তিক অর্থ হল ঈশ্বরে বিশ্বাস নাই যার। যেহেতু আপনার ঈশ্বরে বিশ্বাস নাই তাহলে আপনি ঈশ্বর নিয়ে চটি লিখেন কেন ব্লগে ? ব্যাপারটা কি এমন না যে আমি ভূত বিশ্বাস করি না।

আমার মতে ভূত বলে কিছু নাই কিন্তু আমি ভূত নিয়ে চটি লিখি ? আপনি বলবেন ভূত নাই বলে তা নিয়ে লেখা যাবে না ? অবশ্যই লেখা যাবে আপনি ধর্মের ভূল তুলে ধরেও যদি লিখেন তাতেও তো সমস্যা দেখছি না। কোন ধর্মের অভিজ্ঞ মানুষ আপনার বিপক্ষে যুক্তি দিবে। কিন্তু ভাই আপনি ধর্ম নিয়ে যদি চটি লিখেন তথাপি অশ্লীল গালি দেন আবার ডাইলগ মারেন যে " সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই" তাইলে তো হইল না। আপনি ধর্মকে গালি দিলেন মানে তো আপনি পৃথিবীর সকল ধার্মিক মানুষকে গালি দিলেন। আপনি বলবেন এইটা কিছু হইল ? ধর্ম মানেই কি মানুষ ? তাহলে আমাকে বলেন আপনি শিবিরকে কেন ঘৃণা করেন কারণ তারা দেশের ক্ষতি করছে।

দেশের পতাকা ছিড়ছে নিজের দল বাঁচাতে। একজন শিবিরের লোক যদি বাংলাদেশকে গালি দেয় তখন "মত প্রকাশের স্বাধীনতা" বলে তা আপনি মেনে নিতে পারবেন ? পারবেন না তাকে আপনিও এ্যাটাক করবেন। কারণ সে আপনার ভালোবাসাকে অশ্লীল গালি দিয়েছে। দেশের মত ধর্মও মানুষের ভালোবাসা। দেশকে নিয়ে গালি দিলে যেমন দেশপ্রেমিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়।

ধর্ম নিয়ে গালি নিলেও ধর্মপ্রাণের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা কি আপনি বুঝেন না ?তাহলে ধর্ম নিয়ে কেন এই অশ্লীল চর্চা ? মানব ধর্মের দোহাই দিয়ে আপনি যদি ধর্মকে গালি দেন তাহলে আপনি তো মানবতাকে অপদস্ত করলেন। ধার্মিকেরা কি মানুষ নয় ? কোটি মানুষের হৃদয়ে আঘাত কি মানবতাকে অপমান করা নয় ? আমি শিবির কে ঘৃণা করি তারা ধর্ম নিয়ে মিথ্য প্রচার করে, তারা ইসলাম ব্যবসায়ী। আমি আপনার মত ধর্ম বিদ্বেষীকেও ঘৃণা করি। কারণ আপনি আমার ভালোবাসাকে অবমাননা করেন অথচ আপনি নিজেও হয়ত আপনার নিজের ভালোবাসাকে কেউ অবমাননা করলে তা সহজে মেনে নিতে পারেন না।

আপনার মাকে নিয়ে গালি দিলে মেনে নিতে পারেন ? বাবা কে নিয়ে গালি দিলে মেনে নিতে পারেন ? তখন কি ডাইলগ ছাড়েন "আব্বা আম্মা যার যার গালি দেয়ার অধিকার সবার " কষ্ট তো একটু হলেও পান। তাহলে ধার্মিকদের কষ্ট টা বুঝেন না কেন ? দেশকে হয়ত আপনিও ভালোবাসেন। আপনার ভালবাসার দেশের বিরুদ্ধে শিবিরের কর্মকান্ড যদি মেনে নিতে পারতেনই তাহলে আজ রাজাকারদের ফাঁসী চেয়ে রাস্তায় নামতেন না। আপনি বলতেন "ঊহা রাজাকারদের মত প্রকাশের স্বাধীনতা" সকল ধর্ম বর্ণ মিলিয়ে সুখে থাকা এই দেশ আজ ধর্ম বিদ্বেষী আর ধর্ম ব্যবসায়ীর ফাদে পড়ে এক অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের দিকে এগুচ্ছে। দেখছেন না আপনারা ? আমাদের সবার দাবী "রাজাকারের ফাঁসী চাই" এর সাথে আমার দাবী ধর্ম ব্যবসায়ী আর ধর্ম বিদ্বেষীদের নিষিদ্ধ করণ।

তারা দুজনই উগ্রবাদী। আমি ভাই অতো যুক্তিবাদী মানুষ নই। আমার যুক্তির ভুল উপস্থাপন গুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.