আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে সন্দেভাজন মাওবাদী হামলায় নিহত ১৬

ভারতে সন্দেভাজন মাওবাদীদের হামলায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির এক জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। হামলায় কংগ্রেস পার্টির বেশ কয়েকজন সদস্যসহ অনেক সমর্থকও আহত হয়েছে। শনিবার ভারতের মধ্যাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ের প্রধান শহর রায়পুরের ৩৪৫ কিলোমিটার দক্ষিণে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, একটি গাড়ি বহর লক্ষ্য করে একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটানোর পর বহরটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারীরা। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের সুকমা এলাকায় গাড়ি বহরটির ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে।

হামলায় কংগ্রেস নেতা মাহেন্দ্র কার্মা নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এটিকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা বলে মন্তব্য করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এর তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতের ৬’শটি জেলার মধ্যে একতৃতীয়াংশ এলাকায় মাওবাদীদের সক্রিয়তা আছে। গরিবদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে মাওবাদীদের দাবী। সম্প্রতি মাওবাদীদের সবচেয়ে বড় আভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি বলে বর্ণনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.