আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিচারিণী


মোহাম্মদ আবুল হোসেন: বৃটেনে ২৬ বছর বয়সী এক যুবতী দিব্বি দুই পুরুষকে নিয়ে ঘর সংসার করছেন। তারা সবাই বসবাস করেন একই ফ্লাটে, একই বাসায়। এ নিয়ে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। বেশ মানিয়ে নিয়েছেন তারা। জুলিয়েনি রেনি (২৬) নামের ওই যুবতীর স্বামী ক্রিস হ্যালি (২৯)।

আর রিক ম্যাক্লিনান (৩৫) তার বয়ফ্রেন্ড বা প্রেমিক। দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীকে একই সঙ্গে দ্বিতীয় একটি পুরুষের সঙ্গ ভোগ করতে অনুমতি দিয়েছেন- এমন নজির মেলা ভার। কিন্তু ক্রিস হ্যালি তার স্ত্রীকে অনুমতি দিয়েছেন। ফলে জুলিয়েনির প্রেমিক তাদের সঙ্গে বসবাস করছেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে জুলিয়েনি তাদের একজনকে চুমু দিয়ে গুডনাইট জানান।

দরজা বন্ধ করে ঢুকে পড়েন অন্যজনের ঘরে। এভাবেই চলছে তাদের জীবন। লন্ডনের এডিনবার্গে তাদের ফ্লাটে আছে যার যার জন্য আলাদা রুম। একটিতে ঘুমান ক্রিস। আরেকটিতে ঘুমান রিক।

তাদের মাঝেই সময় কাটিয়ে দিতে ভালবাসেন জুলিয়েন। তিনি যখন একজনের ঘরে ঢোকেন বা রাত্রি যাপন করেন তখন তাকে স্বাভাবিকভাবেই নেন অন্যজন। এ বিষয়ে জুলিয়েনির বক্তব্য- প্রতিটি সময় শারীরিক সম্পর্ক হয় দু’জনের মধ্যে। এর মধ্যে একই সময়ে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঠিক নয়। সেজন্য আলাদা আলাদা তিনি দুই পুরুষের সঙ্গ ভোগ করেন।

সেজন্য তার স্পষ্ট উচ্চারণ- অন্যদের সামনেও আমি ক্রিস ও রিকের প্রতি আমার দুর্বলতা প্রকাশ করি। আমি তাদের চুমু দিই। হাতে হাত রেখে চলাফেরা করি। কিন্তু যখন দরজা বন্ধ তখন সেখানে কিছু আলাদা নিয়ম আছে। ক্রিসের উপস্থিতির সময় রিক থাকে না।

রিকের উপস্থিতির সময় ক্রিস থাকে না। আমরা বিশ্বাস করি- এক সময়ে দু’জনের মিলন হতে পারে। সেই নীতিতেই আমরা চলছি। বয়ফ্রেন্ড বা প্রেমিক রিক ম্যাক্লেনান সম্পর্কে তিনি বলেন- সে ছিল আমার প্রথম প্রেম। আমার বয়স ১৯ বছর হলে তার প্রেমে পড়ি আমি।

তবে এ কথাও বুঝে নিই আমার জীবনে একজন পুরুষই যথেষ্ট নয়। কিন্তু এক নাটকের ক্লাবে ক্রিস হ্যালির সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের প্রেম হয়। তাকে সরাসরি বলি রিক ম্যাক্লিনান সম্পর্কে।

বলি, আমি তার প্রতি ভীষণ দুর্বল। জুলিয়েনি বলেন, এ কথা শুনে সে খুব হতাশ হয়ে পড়ে। কিন্তু তাকে না জানিয়েই আমি রিকের সঙ্গে কয়েকবার ডেটিংয়ে যাই। কিন্তু তা নিয়ে তাদের দাম্পত্য কঠিন সময় পাড় করছে দেখে তারা দু’জন খোলাখুলি কথা বলেন। দু’জনেই স্বীকার করি- আমাদের নতুন করে শুরু করা উচিত।

তারপর থেকেই ক্রিস হ্যালি ও রিক ম্যাক্লিনানকে নিয়ে একই ফ্লাটে বসবাস করছেন তিনি। এ নিয়ে তিক্ত অভিজ্ঞতা তার। লোকজন তাদেরকে লক্ষ্য করে নানা ব্যঙ্গাত্বক মন্তব্য করে। তাকে নোংরা ভাষায় ঘায়েল করা হয। তবে তারা নিজেদের জীবন সম্পর্কে খোলাখুলি কথা বলতে দ্বিধা করে না।

প্রকাশ্যে বলে দেয় সব।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।