আমাদের কথা খুঁজে নিন

   

আমার জন্য এক রাত্রিতে দ্বিচারিণী হইও

১. নষ্ট রাত বেদনার তীর্থক্ষেত্র দু:খের ফিঙে নাচে বুকে তোমার ঠোঁটের লেপ্টানো ভালোবাসা চিহ্ন আঁকে কার চিবুকে বিষাদ ঢাকা চাঁদের কান্নায় চোখের পাতায় কষ্ট জমে তোমার বুকে স্বপ্ন সিঁড়ি হাঁটছো তুমি জোর কদমে বিরহী বাতাসে দু:খ কাঁপে কাঁপে দিঘীর কালো জল তোমার বক্ষে অনন্ত প্রেম চক্ষু ভরা মায়ার কাজল যদি তোমার বদ্ধ দ্বারে শব্দ বাজে কান পেতে রইও আমার জন্য এক রাত্রিতে দ্বিচারিণী হইও// ২. মনটা তোমার বেজায় খারাপ ভালো লাগার এই ক্ষণে তোমার মন খারাপটা ছড়িয়ে দাও আমার উদাস মনে আমার মনের রং নিয়ে তোমার চোখে আঁকো জগৎ-সংসার উচ্ছন্নে যাক তুমি ভালো থাকো// ৩. ওগো সোনার মেয়ে তুমি স্বপ্নের সিড়িঁ বেয়ে আসো আমার কাছে তোমার সঙ্গে আমার কিছু না বলা কথা আছে ওগো সোনার মেয়ে তুমি যদি আসো আমি রাতকে বলবো নেমে যেতে বৃষ্টিকে বলবো থেমে যেতে চাঁদকে বলবো আলো দাও আমার প্রিয়ার আসার পথে ওগো সোনার মেয়ে তুমি যদি আসো আমি তোমার মেঘ কালো চুলে সন্ধ্যা নামাবো চোখের দিঘীতে ডুব দিয়ে স্বপ্ন কুড়াবো নিয়ে যাবো তোমাকে মনভোলা সেই নদীর তীরে দুরন্ত ঢেউয়ের দোলায় যেথায় পানসি নাচে ওগো সোনার মেয়ে.... তুমি যদি আসো আমি রঙধনুকে চাদর করে জড়াবো তোমার গায় রক্তজবায় আলতা করে পরাবো তোমার পায় বাতাসকে বলবো তোমার গা ছুঁয়ে দিতে শিশিরকে বলবো তোমার পা ধুয়ে দিতে মেঘকে বলবো ছায়া দাও প্রিয়া আসার পথে ওগো সোনার মেয়ে.... কিন্তু হায় তবুও আসে না সে// ৪. আমি তোমার ছায়া হবো বুকের ভেতর মায়া হবো চৈত্র দিনের বৃষ্টি হবো কাজল চোখের দৃষ্টি হবো নিশী রাতের ঘুম হবো শীতের রাতে উম হবো রোদ্দুরে আকাশ হবো নি:শ্বাসের বাতাস হবো অশ্রু মোছার আঁচল হবো পিপাসাতে জল হবো শুধু বলো ‘ভালোবাসি’// ৫. ভালো থেকো তুমি ভালো থেকো সকালের মিষ্টি রোদের মতো আকাশের ধূসর মেঘের মতো মেঘ ছুঁয়ে উড়ে যাওয়া শাদা বকের মতো ভালো থেকো চাঁদের রাতের রূপালী জোছনার মতো উজ্জ্বল নক্ষত্রের মতো প্রজাপতির পাখার বর্ণিল রঙের মতো ভালো থেকো সুন্দর থেকো সকালের মিষ্টি রোদের মতো ঘাসের ডগায় জমে থাকা শিশিরের মতো অথবা সদ্য লেখা কবিতার মতো// ৬. মাঝে মাঝে মনে হয় আমি এক দিকভ্রান্ত পথিক চলে এসেছি ভুল ঠিকানায় চেনা পথ চেনা বসত চেনা মুখ অচেনা লাগে চেনা গান জানা সুর সবই যেন নতুন লাগে নিজেকে বড় ক্লান্ত লাগে তবুও বুকের ভেতর আশা বেঁচে থাকে স্বপ্ন চোখে ছবি আঁকে নির্ঘুম রাতের শেষে দরজায় এসে দাঁড়ায় আলোকিত ভোর এখনো আমার জন্য অপেক্ষায় থাকে রাতের চাঁদ ভালোবাসা দরজায় কড়া নাড়ে// ৭. কতকাল আমি ঘুমাতে পারিনি চোখ থেকে ঘুম গেছে উবে কত কাল যেন আকাশে চাঁদ উঠেনি হতাশার আঁধারে আছি আমি ডুবে কত অশ্রু শুকিয়ে গেছে চোখে ঝরে গেছে কত ফুল হারিয়ে গেছে স্বপ্নগুলো শুধু রয়ে গেছে সব ভুল কত দিন আমি অপেক্ষা করেছি কেটেছে কত প্রহর হৃদয়ে শুধু কষ্ট বেড়েছে বেড়েছে দু:খের বহর কত রাত আমি ঘুমাতে পারিনি কত বৃষ্টিতে ভিজেছি আমি দেখেছি কত খরা কষ্টের নদী পাড় ভেঙ্গেছে জেগেছে আবার চরা কত রাত আমি ঘুমাতে পারিনি কত কাল হারিয়ে গেছে মহাকালের বুকে তোমার জন্য এই আমি তবু বেঁচে আছি ধুকে ধুকে কত রাত আমি ঘুমাতে পারিনি// ৮. আমি হবোনা কারো আকাশের চাঁদ হবোনাতো তারা কারো জন্য কেঁদে কেঁদে হবোনা দিশেহারা আমি হবোনাতো নীল আকাশ হবোনাতো মেঘ হবোনা কারো চোখের অশ্রু হবোনা আবেগ হবোনা কারো প্রিয় ফুল হবোনাতো নদী শুধু...হাত বাড়ালেই ছুঁটে যাবো ভালোবেসে কেউ একবার ডাকে যদি//  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.