আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিচারিণী র জন্য পদ্য

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন দ্বিচারিণী সুসময়ে তোমার কাছে ঐ বারান্দাটাই এক সীমানাহীন জগত দু পা এগোলেই দেখো দিগন্ত বিস্তৃত মাঠ আর চোখ মেলেই গ্রিলের ওপারে দেখো তোমার সামনে বিশাল আকাশ । অতঃপর আবার অসময় আসে চক্রাকারে সেই বারান্দার গ্রিলগুলো তোমার কাছে কারাগার মাথার উপর বিশাল আকাশ কে ভাব নিচু হয়ে আসা তোমার বাসার ছাদ। দিগন্ত বিস্তৃত মাঠের ঐ বৃক্ষরাজী যেন তোমার ঘরের বদ্ধ দেয়াল দ্বিচারিণী তুমি হরিণী থেকে হয়ে যাও পিছু হটা (একদা ছিল ধূর্ত ) বোকা শেয়াল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।